আন্তঃজেলা ভলিবল শুরু
ছবি : সংগৃহীত
১২ দলের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু ওয়ালটন আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। উদ্বোধনী দিনের খেলায় পটুয়াখালী ৩-২ সেটে সিলেটকে, পঞ্চগড় ৩-২ সেটে বগুড়াকে এবং কুমিল্লা ৩-০ সেটে গাজীপুরকে এবং চট্টগ্রাম জেলা ৩-২ সেটে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে। বুধবার পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি। এই সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল এবং ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এই প্রতিযোগিতায় চার গ্রুপে ভাগ হয়ে ১২টি দল অংশগ্রহণ করছে। প্রতি গ্রুপে চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলবে। ‘ক’ গ্রুপে রয়েছে সাতক্ষীরা, গাজীপুর ও কুমিল্লা। ‘খ’ গ্রুপে নড়াইল, বগুড়া ও পঞ্চগড়। ‘গ’ গ্রুপে ঢাকা, চট্টগ্রাম ও কুষ্টিয়া। ‘ঘ’ গ্রুপে দিনাজপুর, পটুয়াখালী ও সিলেট জেলা অংশগ্রহণ করছে। চার গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো সেমিফাইনাল খেলবে। ছয় দিন প্রতিযোগিতার ফাইনাল হবে ১৬ ফেব্রুয়ারি।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন