ছবি : বিসিবি/রতন গোমেজ

গল্পটা অন্যভাবে লিখতে পারত অধিনায়ক মুমিনুল হক ও তার দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে রীতিমতো হুংঙ্কারই তো দিয়েছিলেন মুমিনুল, ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে বলেছিলেন, সিরিজ জয় ভিন্ন কোনও ভাবনা নেই তাদের। সে তো অনেকেই বলেন, তবে মুমিনুলের কথাটি গুরুত্ব পেয়েছিল তার বলার ঢঙের কারণে। জানিয়েছিলেন, ফলাফল যদি ভাগাভাগি করতে হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই মুমিনুল ঢাকা টেস্টে নেতৃত্ব দিতে নামবেন ভঙ্গুর হৃদয় নিয়ে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গত ৩ ফেব্রুয়ারি মাঠে নেমেছিল দুই দল বাংলাদেশ-উইন্ডিজ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘যে দলের সঙ্গেই বলেন, ওয়েস্ট ইন্ডিজ বা বিশ্বের এক নম্বর টেস্ট দলের কথা বলেন, যদি ফলাফল ১-০ বা ১-১ হয় (২ ম্যাচ সিরিজে), এটি আসলে কখনোই গ্রহণযোগ্য হয় না বিশ্বের যে কোনো দলের সঙ্গেই। আমরা যখনই খেলি, জেতার জন্যই খেলি।’ 

অথচ মাঠের ক্রিকেটে উল্টে গেল পাশার দান। পাঁচদিনের টেস্টের শুরুর চারদিন নিয়ন্ত্রণ নিয়েও পঞ্চম দিনে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো স্বাগতিকদের। সফরকারীদের দুই অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মেয়ার্স আর এনক্রমাহ বোনারের কাছে ধরাশায়ী টাইগাররা। যেখানে ২ ম্যাচ সিরিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের পূর্ণ ১২০ পয়েন্ট অর্জনের লক্ষ্য ছিল টাইগারদের, সেখানে ৬০ পয়েন্ট আগেই হারিয়ে বাকি ৬০ পয়েন্টের সঙ্গে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ।

তবে ঢাকা টেস্টেও স্বস্তি নেই টাইগারদের। ম্যাচে স্বাগতিক শিবিরে থাকবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। ঊরুর চোটে ছিটকে গেছেন সাকিব। ওপেনার সাদমান ইসলামের সার্ভিসও মিস করবেন মুমিনুল, ইনজুরিই কাল হয়েছে তার। সাকিবের অনুপস্থিতি দলে যে ঘাটতি তৈরি হবে, সেটি স্বীকারও করেছেন মুমিনুল। জানিয়েছেন, এই ঘাটতি পূরণে বাড়তি দুই ক্রিকেটার যোগ করা হবে একাদশে। সে হিসেবে সাকিবের পরিবর্তে স্কোয়াডে নতুন করে ডাক পাওয়া সৌম্য সরকারের ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে। 

সৌম্য অবশ্য সাকিবের পরিবর্তে আসলেও ব্যাটিং করবেন ওপেনিংয়ে, সাদমানের পরিবর্তে। সেক্ষেত্রে ছয় নম্বরে ব্যাট হাতে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে। ইয়াসির আলী রাব্বির অভিষেক ক্যাপ পাওয়াটাও অবাক করবে না স্বাগতিক সমর্থকদের। একাদশে পরিবর্তন আসতে পারে আরও একটি। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দেখা যেতে পারে পেসার আবু জায়েদ চৌধুরী রাহিকে। এই ম্যাচেও টাইগারদের মূল শক্তির জায়গা থাকবে স্পিন বিভাগ।

যদিও ম্যাচ শুরুর আগে অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘উইকেট কাল (ম্যাচের দিন সকালে) বুঝতে পারব, এখনো বোঝা যাচ্ছে না। একাদশও কন্ডিশনের উপর নির্ভর করছে।’ এদিকে বাংলাদেশ দলে পরিবর্তন অবধারিত হলেও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না উইন্ডিজ। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে তারা। 

মিরপুর শেই-বাংলা-জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।  

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও আবু জায়েদ রাহী।

উইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়েল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, কেমার রোচ ও জোমেল ওয়ারিক্যান।

টিআইএস