ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পূর্ণ পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সাড়ে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ দ্বিতীয় স্থানে রয়েছেন। 

পঞ্চম রাউন্ডে খেলায় গ্র্যান্ড মাস্টার রাজীব ফিদে মাস্টার আমিনকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার শরীফকে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আসিফ মাহমুদকে, ফিদে মাস্টার নাসির মোঃ আরিফুল আমিনকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় মোহাম্মদ শাকের উল্লাহকে, ফিদে মাস্টার সাইফ ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, ফিদে মাস্টার জাভেদ দেওয়ান শহিদুল আমিনকে, আবজিদ মুকিতুল ইসলাম রিপনকে, ফিরোজ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওনকে, নাসির মোঃ মাসুম হোসেনকে, হানিফ মোঃ আনিসুজ্জামান মল্লিককে, সাজিদ মোঃ আজমাইন পারভেজ সায়রকে, ইমন মোঃ গাজী সালাহ উদ্দিনকে ও শরীয়তউল্লাহ রতন কুমার চাকমাকে পরাজিত করেন। ফিদে মাস্টার পরাগ গ্র্যান্ড মাস্টার জিয়ার সাথে, অভিক ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহানের সাথে, মোঃ আমিনুল ইসলাম জাবেদ আল আজাদের সাথে, আব্দুল্লাহ আল রাইসন ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদের সাথে ও টুটুল ধর শেখ রাশেদুল হাসানের সাথে ড্র করেন। 

এজেড/এমএইচ