১ রুপা ও ২ ব্রোঞ্জ জিতে পদকের খাতা খুলল বাংলাদেশ
এশিয়া কাপ আরচ্যারিতে আজ মঙ্গলবার ছিল কম্পাউন্ড দলগত বিভাগে পদক নিষ্পত্তির খেলা। পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশ রৌপ্য জিতেছে। ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ ২২৪-২১৮ পয়েন্টে হেরেছে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান, রহমান মিতু ও রাকিব নেওয়াজ আহমেদ খেলেছেন।
নারী ইভেন্টে বাংলাদেশ ছিল ব্রোঞ্জ লড়াইয়ে। বাংলাদেশ স্বাগতিক ইরাককে ১৯০-১৭৭ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন। বন্যা আক্তার, শ্যামলী রায় ও সোমা বিশ্বাস বাংলাদেশ কম্পাউন্ড দলে খেলেছেন।
বিজ্ঞাপন
আজ কম্পাউন্ড ব্যক্তিগত পুরুষ ও মহিলা উভয় ইভেন্টের ব্রোঞ্জ লড়াইও ছিল। পুরুষ ইভেন্টে বাংলাদেশ পদক লড়াইয়ে ছিল না। মহিলা ইভেন্টে ব্রোঞ্জ লড়াই ছিল অল বাংলাদেশের। সেখানে শ্যামলী রায় ১৪০ স্কোর গড়ে সোমা বিশ্বাসকে পরাজিত করেন। সোমা শ্যামলীর চেয়ে ৬ স্কোর কম করেন।
আগামীকাল বুধবার টুর্নামেন্টের শেষ দিন। রিকার্ভ ব্যক্তিগত ও দলগত ইভেন্টের সকল পদক নিষ্পত্তির পাশাপাশি কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণের লড়াইও হবে।
বিজ্ঞাপন
এজেড/এটি