২৭ মে-৭ জুন আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ শ্যুটিং প্রতিযোগিতা। শ্যুটিংয়ের এই বিশ্বকাপে নয় ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবেন আটজন পুরুষ আর সাতজন নারী শ্যুটার। আগামীকাল বাকুর উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ফেডারেশনে আজ বাংলাদেশ দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান ও ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। 

এই সৌজন্য সাক্ষাতে শ্যুটারদের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করেছেন তারা। বিশ্বকাপে বাংলাদেশের শ্যুটাররা পদক জিতলে ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণাও দিয়েছেন মহাসচিব। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ জয়ে যথাক্রমে ৫, ৩ ও ২ লাখ টাকা করে পুরস্কার পাবেন। পদক জয় না করলেও থাকছে অর্থ প্রাপ্তির সুযোগ। সেই ক্ষেত্রে দলগত ইভেন্টে পিস্তল ও রাইফেল উভয় ইভেন্টে ৫৭৫ ও ৬২৮ স্কোর প্লাস করলে বাড়তি এক লাখ টাকা করে পাবেন শ্যুটাররা। 

ফেডারেশন কাদের উপর বেশি প্রত্যাশা করছে এই প্রশ্নের উত্তরে মহাসচিব ইন্তেখাবুল হামিদ বলেন, ‘নাতাশা ও মুন্না এখন দারুণ করছে। তাদের ঘিরে প্রত্যাশাটা বেশি। তবে অন্যদের ভালো কিছু দেয়ার সামর্থ্য ও সম্ভাবনা রয়েছে।’ 

সাধারণ সম্পাদকের এই ভরসার প্রতিদান দিতে চান এই দুই শ্যুটার, ‘ফেডারেশন আমাদের অনেক সহায়তা করছে। ভালো কোচের অধীনে অনুশীলনও করেছি। আশা করি দেশকে ভালো কিছু দিতে পারব।’ সাফ গেমসে স্বর্ণজয়ী ও কমনওয়েলথে রৌপ্য পদক জয়ী শ্যুটার শাকিল আহমেদও সম্ভাবনা দেখেন পদক পাওয়ার, ‘বিশ্বকাপে আগে আমাদের কখনো পদক ছিল না। আমরা এখন যে স্কোর করছি সেটা দিয়ে ফাইনাল খেলা সম্ভব। ফাইনাল খেলতে পারলে অবশ্যই পদক পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা পদকের জন্যই বিশ্বকাপ যাচ্ছি।’

এজেড/এনইউ