দেশের ক্রীড়া সাংবাদিকতায় পরিচিত মুখ ছিলেন উত্তম মজুমদার। ছোট-বড় সবার সঙ্গে দারুণভাবে মিশতেন। সেই উত্তম আজ চলে গেছেন না ফেরার দেশে। মাত্র ৫২ বছর বয়সেই পৃথিবী ছেড়ে গেলেন এই সাংবাদিক। স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তিনি দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো, ভোরের কাগজের মতো প্রতিষ্ঠিত পত্রিকায় কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা সাংবাদিকতা থেকে দূরে ছিলেন। তবে সাংবাদিকদের সঙ্গে ছিল যোগাযোগ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অনুষ্ঠানগুলোতে আসতেন প্রায়ই। 

ক্রীড়া লেখক সমিতির সদস্যদের মাধ্যমে জানা গেছে, আজ দুপুরে ঘুমিয়ে ছিলেন। সেই ঘুমই যে শেষ ঘুম সে কে জানত! সোমবার বিকাল তিনটায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আগামীকাল মঙ্গলবার সকালে তার শেষ কৃত্যানুষ্ঠান হবে। উত্তমের আকস্মিক চলে যাওয়ায় ক্রীড়া লেখক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। 

এজেড/এনইউ