আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ১৯৯৫ সাল থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) অধিভুক্ত দেশগুলো এই দিন পালন করে আসছে। অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও এই দিনটি বেশ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

বাংলাদেশে এআইপিএসের স্বীকৃত সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। প্রতিষ্ঠানটির কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। ক্রীড়া সাংবাদিকদের আরেকটি সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনও (বিএসজেএ) কেক কেটেছে। বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কাশীনাথ বসাক বিএসজেএ কার্যালয়ে কেক কাটেন।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন/বিএসপিএ

ক্রীড়া সাংবাদিকরা ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণ। দেশের শীর্ষ ক্রীড়া সংস্থাগুলো এই দিবসে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন/বিএসজেএ

আজ সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই দিবস উপলক্ষ্যে দেশের সকল ক্রীড়া সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আরেক শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলোতে এই দিবস উপলক্ষ্যে কেক পাঠিয়েছে।

সাংবাদিক সংগঠনে কেক কাটার পাশাপাশি অনেক ক্রীড়া সাংবাদিক এই দিনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদযাপন করছেন। অনেকে ক্রীড়া সাংবাদিক জীবনের নানা স্মৃতি, ঘটনা ও দেশের ক্রীড়া সাংবাদিকতার বিবর্তন নিয়ে পোস্ট করছেন। 

এজেড/এটি/এনইউ