গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে ফিদে মাস্টারের শিরোপা
ডাঃ আবুল কাশেম চৌধুরী মেমোরিয়াল ২য় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ক্যাটাগরি ’এ’ -তে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস চ্যাম্পিয়ন হয়েছেন। সুব্রত ৮ খেলায় ৭ পয়েন্ট পেয়ে প্রথম হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রানার-আপ ও ছয় পয়েন্ট নিয়ে জিয়ার পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় হন।
পাঁচ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ এবং ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় পঞ্চম স্থান লাভ করেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ষষ্ঠ হতে ত্রয়োদশ স্থান লাভ করেন যথাক্রমে মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, শফিক আহমেদ. ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন, অনত চৌধুরী, মোঃ আবু হানিফ ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন। আড়াই পয়েন্ট করে নিয়ে বিশেষ মহিলা পুরস্কার পান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার।
বিজ্ঞাপন
ক্যাটাগরি ’বি’ এ টুটুল ধর অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। টুটুল ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফিরোজ আহমেদ রানার-আপ, দেওয়ান মোঃ রিয়াদ তৃতীয় ও আব্দুল মোমিন চতুর্থ স্থান লাভ করেন। সাত পয়েন্ট করে নিয়ে সাকলাইন মোস্তফা সাজিদ পঞ্চম, মোঃ সিদ্দিকুর রহমান ষষ্ঠ ও মুকিতুল ইসলাম রিপন সপ্তম স্থান লাভ করেন। মহিলা পুরস্কার পান ওয়াদিফা আহমেদ ও নীলাভা চৌধুরী। বয়স ভিত্তিক পুরস্কার পান ভারতের দেবসনিক দে, ইশারত জাহান দিবা, ওয়ারসিয়া খুশবু ও সিয়াম চৌধুরী।
দুই ক্যাটাগরিতেই শেষ রাউন্ডের খেলা আজ (শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদের নীচতলাস্থ সভাকক্ষ ও তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ’এ’ ক্যাটাগরির শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে, গ্র্যান্ড মাস্টার জিয়া অনতকে, ফিদে মাস্টার তাহসিন ফিদে মাস্টার মাহফুজকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় হানিফকে, ক্যান্ডিডেট মাস্টার জামাল অভিককে, শরীয়ত প্রতিভাকে ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল মহিলা ফিদে মাস্টার নোশিনকে পরাজিত করেন। শফিক ক্যান্ডিডেট মাস্টার শরীফের সাথে, মহিলা ফিদে মাস্টার ইভা ক্যান্ডিডেট মাস্টার শাওনের সাথে, ফিদে মাস্টার আমিন ক্যান্ডিডেট মাস্টার চঞ্চলের সাথে ও মাছুম আবজিদের সাথে ড্র করেন।
বিজ্ঞাপন
’বি’ ক্যাটাগরির শেষ রাউন্ডের খেলায় টুটুল মোমিনের সাথে, সাকলাইন সিদ্দীকের সাথে, সাজিদ মোস্তফার সাথে ও দীন জাহিদের সাথে ড্র করেন। ফিরোজ রাইসনকে, রিয়াদ শুভকে, রিপন মেছবাহকে ও ইভান শফিককে পরাজিত করেন। ’এ’ ক্যাটাগরি তে বিজয়ীদের তিন লক্ষ টাকা এবং বি ক্যাটাগরিতে দুই লক্ষ আট হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
এজেড/এইচএমএ