আমেরিকার কক্স ক্যাপিটাল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং আগামী চেস গিল্ডের আয়োজনে গতকাল শুক্রবার (২২ জুলাই) ঢাকার গ্রীন রোড মানহাস ক্যাসলে দিনব্যাপী আনন্দমুখর পরিবেশে আগামী ইন্টার স্কুল চেস ফেস্টিভ্যাল  অনুষ্ঠিত হয়।  

আগামী ইন্টার স্কুল র‌্যাপিড দাবা(একক) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে রাজারবাগ পুলিশ লাইন স্কুলের সাকলাইন মোস্তফা সাজিদ, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের সাদাত কিবরিয়া আয়ান এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের আরিয়ান তাহসিন। 

আগামীর দুইটি স্কুল মিরপুরের সোহাগ স্বপ্নধরার সেরা ৮ জন এবং মোহাম্মদপুরের সুইচ বিদ্যানিকেতনের সেরা ৮ জন এর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম ম্যাচ ৪-৪ ড্র হয় । পরবর্তীতে টাইব্রেকিং ম্যাচে মিরপুরের সোহাগ স্বপ্নধরা ৩-১ পয়েন্টে মোহাম্মদপুরের সুইচ বিদ্যানিকেতনকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। 

ইন্টার স্কুল গ্রুপ ইভেন্টে ৮ টি দল নকআউট পদ্ধতিতে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এলিগ্যান্ট চেস একাডেমি (উত্তরা শাখা) এবং রানার্স আপ হয় সেন্ট জোসেফ স্কুল।

আগামী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সুবিধাবঞ্চিত দুই স্কুল মিরপুরের দুয়ারী পাড়ার সোহাগ স্বপ্ন ধারা ও মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সুইচ বিদ্যানিকেতন এর ৪০ জন ছাত্র-ছাত্রী  এবং ঢাকার অন্যান্য স্কুলের ৪২ জন ছাত্রছাত্রী এই দাবা ফেস্টিভালে অংশগ্রহণ করে। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ড: শোয়েব রিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মানহা'স ক্যসেলের সভাপতি লোকমান হোসেন লাভলু এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি জনাব শওকত হোসেন।

এজেড/এইচএমএ