ইসলামিকেও জয়ে শুরু টিটির
কমনওয়েলথ গেমসে একমাত্র টিটি দলই জয় পেয়েছিল। বাকি সব ডিসিপ্লিন আশাব্যঞ্জক পারফরম্যান্স করতে পারেনি। আজ রোববার (৭ আগস্ট) ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে পুরুষ ও নারী একক ইভেন্ট ছিল।
একক ইভেন্টে বাংলাদেশের দুই নারী খেলোয়াড় নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের এককে সোনম সুলতানা সোমা গায়ানার বিরুদ্ধে ওয়াক ওভার পেয়েছেন । আজ দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনের সারাহ হানাফুর সঙ্গে খেলবেন । মেয়েদের এককের দ্বিতীয় ম্যাচে মৌ জিবুতির প্রতিপক্ষকে ৩-০ সেটে হারিয়ে দেন । আজ মৌ পরের খেলায় পাকিস্তানের খেলোয়াড়ের সঙ্গে লড়বে ।
বিজ্ঞাপন
পুরুষ এককে রামহিম হেরে গেছেন শক্তিশালী তাজাকিস্থানের খেলোয়াড়ের সঙ্গে । ছেলেদের অপর ম্যাচে হৃদয় তাজাকিস্তানের খেলোয়াড়ের সঙ্গে ৩-২ সেটে হেরে গেছেন । পঞ্চম সেটে হৃদয় ৫-২ পয়েন্টে এগিয়ে ছিলেন । গুরুত্বপূর্ণ সময়ে হৃদয়ের দুইটি বল নেটে যায় । পরবর্তীতে গেমটি ৯-১১ তে হেরে যান।
ছেলে ও মেয়েদের উভয়ের এককের ম্যাচগুলো নকআউট ভিত্তিক । ইসলামিক গেমসে শুধু সিঙ্গেলস ও টিমস ইভেন্ট রয়েছে । আজ ও আগামীকাল সিঙ্গেলস ইভেন্ট । ৯ তারিখ টিমস ইভেন্ট শুরু হবে ।
বিজ্ঞাপন
বাংলাদেশ টেবিল টেনিস দল গত কয়েক মাস নিবিড় অনুশীলনে রয়েছে। বিশেষ করে রমজান মাসেও কঠোর অনুশীলন করেছেন টিটি খেলোয়াড়রা। টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সার্বক্ষণিক ক্যাম্প পর্যবেক্ষণ করেছেন৷ আন্তর্জাতিক অঙ্গনে জয় পাওয়ায় খানিকটা তৃপ্ত এই সংগঠক, 'যে কোনো খেলায় অনুশীলনের বিকল্প নেই। আমরা গত কয়েক মাস অনুশীলন করেছি এর খানিকটা ফল পেয়েছি। উন্নত কোচের অধীনে দীর্ঘমেয়াদী অনুশীলন করলে আন্তর্জাতিক অঙ্গন থেকে টিটি পদক আনবে।'
এজেড/এইচএমএ