ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ জিমন্যাস্টিকসের ভোল্টিং টেবিল ইভেন্টে পঞ্চম ও ষষ্ঠ হয়েছে। আলী কাদের হক ১২.৯৭৫ ও আবু সাইদ রাফি ১২.৩৫০ স্কোর গড়ে পঞ্চম ও ষষ্ঠ হয়েছেন।

ফাইনাল রাউন্ডে আট প্রতিযোগী ছিলেন। আটজনের রানিং ও ল্যান্ডিংয়ের মধ্যে আলী কাদেরের ল্যান্ডিং ছিল সবচেয়ে মসৃণ। এরপরও আলী কাদের ১৩ স্কোর স্পর্শ করতে পারেননি। এ নিয়ে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে বাংলাদেশ টিমে।

আলী কাদের ও রাফি উভয়ই গতকালের তুলনায় আজকের স্কোরিংয়ে উন্নতি করেছেন। গতকাল আলী কাদের করেছিলেন ১২.৯৫০। আজ করেছেন ১২.৯৭৫। আবু সাইদ রাফির কাল স্কোর ছিল ১২.১৭৫ আর আজ ১২.৩৫০।

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ অ্যাথলেটিকস ও জিমনাস্টিক দুটি ডিসিপ্লিনের ফাইনালে উঠেছিল। অ্যাথলেটিক্সে ৬ষ্ঠ ও জিমনাস্টিক ৫ম ও ৬ষ্ঠ হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক গেমসে বাংলাদেশের অ্যাথলেটরা এখন পদকের জন্য লড়াই করছে। রাষ্ট্র থেকে আরও পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা বাড়বে। 

এজেড/ওএফ