জিমন্যাস্টিকসের পাশাপাশি অ্যাথলেটিকসেও পদকের আশা ছিল বাংলাদেশের। জিমন্যাস্টিকসের মতো অ্যাথলেটিকসেও পদকের কাছাকাছি গিয়েছে বাংলাদেশ।

ইসলামিক সলিডারিটি গেমসে হাই জাম্প ইভেন্টে বাংলাদেশের দুই নারী অ্যাথলেট অংশ নিয়েছিলেন। রুমকি আক্তার ১.৭০ সেমি লাফিয়ে নবম ও রিতু আক্তার ১.৭৩ সেমি লাফিয়ে সপ্তম হয়েছেন। রিতুর আজকের টাইমিং বাংলাদেশের জাতীয় রেকর্ড।

ইসলামিক সলিডারিটি গেমসে অ্যাথলেটিক্সে বাংলাদেশ ১০০ মিটার পুরুষ ও নারী হাই জাম্প দুই ইভেন্টে অংশ নিয়েছে। স্প্রিন্টে ষষ্ঠ এবং জাম্পে বাংলাদেশ সপ্তম ও নবম স্থান অর্জন করেছে।

অ্যাথলেটিকস ও জিমন্যাস্টিকসে ফাইনাল রাউন্ডে খেলেছে বাংলাদেশ। টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। দেশের অ্যাথলেটরা সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটাই দিচ্ছেন।

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিকস ডিসিপ্লিনের খেলা সমাপ্ত হয়েছে। আগামীকাল স্থান নির্ধারণী ম্যাচের মাধ্যমে হ্যান্ডবলেরও গেমসে সমাপ্তি ঘটবে।

এজেড/ওএফ