আন্তর্জাতিক শ্যুটিং কমপ্লেক্সের স্বপ্ন দেখালেন অপু
আজ মঙ্গলবার দুপুরের পর জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু ২৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন ছিল শ্যুটিং ফেডারেশনের মনোনয়ন পত্র বিক্রির প্রথম দিন। প্রথম দিনে বর্তমান মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুর প্যানেলই রিটার্নিং অফিসার দুলাল মাহমুদের কক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামীকালও মনোনয়ন পত্র ক্রয়-বিক্রয়ের সূচি রয়েছে। শ্যুটিং ও ক্রীড়াসংশ্লিষ্টদের মতে, এবার শ্যুটিং ফেডারেশনে অপুর নেতৃত্বে একটি প্যানেলই হবে ফলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। মনোনয়ন পত্র সংগ্রহের পর ইন্তেখাবুল হামিদ অপু বলেন, ‘আমরা ২৫ টি ফরম সংগ্রহ করেছি। এখন আলোচনা করে ২২টি পদের জন্য ২২ টি মনোনয়ন পত্র ৮ সেপ্টেম্বর জমা দেব।’
বিজ্ঞাপন
৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমার দিন পদের বিপরীতে বেশি মনোনয়নপত্র জমা না পড়লে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা হবে। বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে তিনি পুনরায় মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পদে তেমন কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই শোনা যাচ্ছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ইন্তেখাবুল হামিদ।
আগামী মেয়াদে বাংলাদেশের শ্যুটিং নিয়ে খানিকটা পরিকল্পনাও করেছেন তিনি, ‘প্রথমত আমাদের আন্তর্জাতিক গেমসে পদকের সংখ্যা বৃদ্ধির চেষ্টা থাকবে। এর পাশাপাশি আন্তর্জাতিক শ্যুটিং কমপ্লেক্স নির্মাণের জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইও হয়েছে। আশা করি গুলশানস্থ শ্যুটিং কমপ্লেক্স আন্তর্জাতিক কমপ্লেক্সে রূপ নেবে কিছু সময়ের মধ্যে। এটি আন্তর্জাতিক কমপ্লেক্স হলে আমরা আন্তর্জাতিক অনেক আসরের আয়োজক হব। এর মাধ্যমে আমাদের স্বাগতিক হিসেবে সুনাম বৃদ্ধি পাবে পাশাাপশি পদকের সংখ্যাও বাড়বে।’
বিজ্ঞাপন
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল ডিসিপ্লিন শ্যুটিং। গত কয়েক বছর সভাপতি-মহাসচিব দ্বন্দ্বে শ্যুটিং উত্তপ্ত ছিল। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি করে। অ্যাডহক কমিটি দিয়ে প্রায় দুই বছর পরিচালনার পর এখন নির্বাচন আয়োজন করেছে।
ফুটবল, ক্রিকেট বাদে দেশের অধিকাংশ ফেডারেশনের সভাপতি সরকার কর্তৃক মনোনীত। শ্যুটিংয়ে গঠনতন্ত্র সংশোধন করে সভাপতি পদটি মনোনীতের পাশাপাশি নির্বাচনের বিকল্প রাখা হয়েছে। চলমান নির্বাচনে অবশ্য সভাপতি বাদে অন্য ২২ পদেও প্রজ্ঞাপন দেয়া হয়েছে যেখানে সিনিয়র সহ-সভাপতি একজন, সহ-সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ একজন ও সদস্য ১৪ জন। শ্যুটিং ফেডারশেনে এবারের নির্বাচনে কাউন্সিলর ৬৩ জন।
এজেড/এটি/এনইউ