ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের আজ ছিল তৃতীয় দিন। শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও মহিলা লিগ- তিন পর্যায়ের প্রতিযোগিতা। 

প্রিমিয়ার লিগে শেখ রাসেল ৩-০ সেটে মেরিনার ইয়াংস ক্লাবকে, আরমানিটোলা জেএস ৩-১ সেটে অরুণিমা স্পোর্টস ওয়্যার লিমিটেডকে, ওয়ারি ক্লাব জুনিয়র ৩-০ সেটে উত্তরা টিটি ক্লাবকে, অ্যাজাক্স এসসি ৩-০ সেটে টিটি ক্লাব অব ধানমন্ডি সেন্ট্রালকে এবং পুলিশ ক্লাব ৩-০ সেটে পাললিক গ্রুপকে হারায়। 

প্রথম বিভাগে প্রমিজিং জুনিয়রস ৩-০ সেটে স্ম্যাশ স্টেশন ক্লাবকে, মোহাম্মদপুর টিটি ভিক্টোরিয়ান্স ৩-১ সেটে লেকসিটি টিটি ক্লাবকে, সাউথ-ইস্ট টিটি ৩-০ সেটে বান্টি স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। 

মেয়েদের লিগে আবাহনী লিমিটেড ৩-০ সেটে সোহেল স্মৃতি সংসদকে এবং ঢাকা উইমেন্স ক্লাব ৩-১ সেটে প্রীতি টিটি ক্লাবকে হারায়। 

এজেড /এনইআর