বালিতে শীর্ষে নীড়, ঢাকায় চ্যাম্পিয়নের পথে নিয়াজরা
ছয় জাতি শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপের সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় শ্রীলঙ্কা ৩-১ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। শ্রীলঙ্কা ২ খেলায় ৪ ম্যাচ পয়েন্ট ও ৫ ম্যাচ পয়েন্ট অর্জন করেছে।
আজ শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক মাস্টার ডি সিলভা, ফিদে মাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথ যথাক্রমে নেপারের ফিদে মাস্টার রাজভান্ডারি রিজেন্দ্রা, ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা রাজেন্দ্রা ভাজরাচারিয়াকে পরাজিত করেন।
বিজ্ঞাপন
নেপালের সিঙ্গেশ্বর দাস শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে পরাজিত করেন। আগামীকাল সুপার লিগে বাংলাদেশ ও নেপালের মধ্যকার শেষ খেলা শুরু হবে। খেলা শেষে আগামীকালই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ।
বিজ্ঞাপন
এদিকে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে ইন্দোনেশিয়ার বালি শহরে অষ্টম রাউন্ডের খেলা শেষে ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পাঁচজনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১৮ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার ৮ খেলায় জিয়া ৫ পয়েন্ট পেয়ে ৬ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
এজেড/আরএইচ