ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে অনুষ্ঠিত ১ম মেয়র’স ট্রফি ইন্দোর আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় ১০ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৩৯ তম হয়েছেন। ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে চার পয়েন্ট নিয়ে ১২৫তম হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ৪ পয়েন্ট করে পেয়েছেন। 

আজ শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের দেরে পুশকারের সাথে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের বাজাজ প্রাখারের কাছে ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের মোঃ রিয়ানের কাছে হেরে যান। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল শেষ রাউন্ডে অংশ নেননি।

সাড়ে আট পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার নিতিশ বেলুরকার চ্যাম্পিয়ন ও ভারতের আন্তর্জাতিক মাস্টার ভিয়ানি এন্টোনিও ডকুনহা রানার-আপ হন। ৯ টি দেশের ১৬ জন গ্র্যান্ড মাস্টার, ২১ জন আন্তর্জাতিক মাস্টার ও ৭ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২১৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

নরওয়ের অসলোতে ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৩৯৬) পোল্যান্ডের ২৬০১ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার বারটস সোককোর সাথে কৃতিত্বপূর্ণ ড্র করেছেন।

সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার বারটস সোককোর কুইনস্ ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৩ চালে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়েছেন। অষ্টম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সুইডেনের আন্তর্জাতিক মাস্টার লিনাস জোহানসনের সাথে খেলবেন।

এজেড/এইচজেএস