মালয়েশিয়ার রেসিং চ্যাম্পিয়নশিপে দুই বাংলাদেশি
কার রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছেন বাংলাদেশের দুই মোটর রেসার অভিক আনোয়ার ও আয়মান সাদাত। সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে শনিবার (৬ মে) এবং রোববার (৭ মে) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সর্বমোট ৫১ রেসারের অংশগ্রহণে এই চ্যাম্পিয়নশিপ হবে দুই ক্যাটাগরিতে। এর মধ্যে অভিক আনোয়ার ট্যুরিং প্রোডাকশন (টিপি) ক্যাটাগরি এবং স্টক প্রোডাকশন (এসপি-১) ক্যাটাগরিতে অংশ নেবেন ২১ বছর বয়সী আয়মান সাদাত।
বিজ্ঞাপন
স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও ১৭ জন আন্তর্জাতিক কারচালক এই রেসিংয়ে অংশ নিচ্ছেন। এসব রেসার এসেছেন সিঙ্গাপুর, জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড থেকে।
বিজ্ঞাপন
মূল প্রতিযোগিতা শুরুর আগে শুক্রবার (৫ মে) বাছাইয়ে অংশ নেন অভিক ও সাদাতরা। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের উদ্বোধন করা ভেন্যুতে বাছাইয়ের খেলা অনুষ্ঠিত হয়।
সেখানে অভিক আনোয়ার সবমিলিয়ে পি-৩ শ্রেণি এবং আয়মান সাদাত শেষ করেন পি-৮ শ্রেণিতে। তবে সবমিলিয়ে সাদাতের অবস্থান ছিল পি-১২ শ্রেণি।
এএইচএস/টিএম