মালয়েশিয়ায় ইতিহাস গড়লেন বাংলাদেশের অভিক
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপে গতকাল রাউন্ড-১ এর রেস-১ এ দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন অভিক আনোয়ার। আজ রাউন্ড-১ এর রেস-২ এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এই রেসার। তাতে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে সেরা হয়ে ইতিহাস গড়েছেন তিনি।
রবিবার গ্রিড-২ এ খেলা শুরু করেন অভিক। ৫০ এর বেশি প্রতিযোগীর বিপক্ষে খেলে ২২টি ল্যাপ সম্পূর্ণ করতে এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়েছেন। ৩৬ বছর বয়সী অভিক তার চতুর্থ ল্যাপে ২ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়েছেন। যা তার সেরা পারফরম্যান্স।
বিজ্ঞাপন
চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী আরেক বাংলাদেশী রেসার আইমান সাদাত। তিনি আজ নিজের ক্যাটাগরিতে চতুর্থ হয়েছেন। ২১ বছর বয়সী এই রেসার তার ষষ্ঠ ল্যাপে ২ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়েছেন, যা তার সেরা টাইমিং ছিল।
এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বাছাই পর্বে অভিক ও আইমান দুজনেই উত্তীর্ণ হয়েছিলেন। অভিক হয়েছিলেন তৃতীয়। আর আইমান নিজের ক্যাটাগরিতে অষ্টম এবং সবমিলিয়ে ১২তম হয়েছিলেন। প্রতিযোগিতায় ৫১ জন রেসার অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
এইচজেএস