গ্যালারিতে বসেও ম্যাচ দেখছেন মোবাইলে, ভিডিও ভাইরাল
মাঠে চোখের সামনে চলছে আইপিএলের ম্যাচ। গ্যালারিতে উপস্থিত অসংখ্য ক্রিকেটপ্রেমী। কিন্তু এর মধ্যে এক ভক্ত মাঠের খেলা না দেখে সেই খেলায় দেখছেন মোবাইলে। গ্যালারিতে বসে মোবাইলে খেলা দেখার এমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজয় নামক এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে উপস্থিত থেকেও মোবাইলে ম্যাচ দেখছেন এক ক্রিকেটপ্রমী। তাও চেয়ারে বসে নয়, বরং ফাঁকা চেয়ারের সারিতে শুয়ে শুয়ে মোবাইলে ম্যাচ উপভোগ করছেন তিনি।
বিজ্ঞাপন
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক মাধ্যমে। ব্যবহারকারীরা বলছেন, এটা অতিরিক্ত মোবাইল ব্যবহারের সাইড এফেক্ট।
কেউ মজা করে বলছেন, রাত ১২টায় ইন্টারনেটের মেয়াদ শেষ হয়ে যাবে। কেউ আবার এমন ঘটনাকে তুলনা করেন অফিসে উপস্থিত থেকেও ভিডিও কলে মিটিংয়ে যোগ দেওয়ার সঙ্গে।
বিজ্ঞাপন
কেউ লিখেছেন, স্টেডিয়ামে শুয়ে শুয়ে খেলা দেখার মজা নিচ্ছিলেন ওই দর্শক। কারও মতে, মোবাইলে খেলা দেখার অভ্যাস ছাড়তে পারেননি উনি। আরও একজন লিখেন, এত দূরে সিট ছিল, ভালো করে খেলা দেখা যায়নি। তাই মোবাইলে দেখতে হচ্ছিল।
এদিকে শনিবার হায়দরাবাদে সানরাইজার্স বনাম লখনউ ম্যাচের সময় দর্শকদের মারমুখি আচরণের মুখে পড়তে হয় গৌতম গম্ভীরদের। গ্যালারি থেকে দর্শকদের ছোঁড়া নাট-বোল্টে মাথায় আঘাত পান লখনউয়ের ক্রিকেটার প্রেরক মানকড়। সূত্র- হিন্দুস্তান টাইমস
এমজে