বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান সাম্প্রতিক সময়ে ভিয়েতনামে দুটি জিএম টুর্নামেন্টে অংশ নিয়েছেন। দুটি টুর্নামেন্টেই এক পয়েন্টের জন্য জিএম নর্ম মিস করলেন তিনি। জিএম নর্ম অর্জন করতে তার প্রয়োজন ছিল সাত পয়েন্ট। দুই টুর্নামেন্টেই তিনি ছয় পয়েন্ট করে পেয়েছেন।
 
এক পয়েন্টের জন্য দুই বার জিএম নর্ম মিস হওয়ায় ভিয়েতনাম থেকে আফসোস ঝরল ফাহাদ রহমানের কণ্ঠে, ‘দুই টুর্নামেন্ট মিলিয়ে ছয়জন জিএমের সঙ্গে খেলেছি। ছয় পয়েন্টের মধ্যে সাড়ে চার পয়েন্ট পেয়েছি। জিএমদের সঙ্গে জিতলেও অন্যদের (ক্যান্ডিডেট মাস্টার ও ফিদে মাস্টার) সঙ্গে হেরে যাচ্ছি। এজন্য খুব খারাপ লাগছে।’

তবে এমন হারের একটা কারণও বের করেছেন এই আন্তর্জাতিক মাস্টার, ‘জিএমদের বিপক্ষে জিতে নর্মের একটা সম্ভাবনা তৈরি করি। যখন নর্ম অর্জনের কাছাকাছি থাকি সেই চাপে তাদের বিপক্ষে হেরে যাই।’ 

পরবর্তীতে কাজাখস্তানে এশিয়ান কন্টিনেন্টাল দাবায় অংশগ্রহণ করবেন ফাহাদ। এজন্য গতকাল ষষ্ঠ রাউন্ডের পরেই নবম রাউন্ডের ম্যাচটি খেলেছেন। সেই ম্যাচে এক জিএমকে হারিয়েছিলেন। আজ সপ্তম ও অস্টম রাউন্ডে দুই ম্যাচ জিতলে সাত পয়েন্ট নিয়ে একটি জিএম নর্ম পেতেন। এদিন সকালে সিঙ্গাপুরের ক্যান্ডিডেট মাস্টারের সঙ্গে ড্র করে জিএম নর্মের সম্ভাবনা শেষ হয়ে যায়।

তাই পরের রাউন্ডে আর মনোযোগ দিয়ে খেলেননি বলে জানান তিনি, ‘সকালে ড্র করে মনটা খারাপ হয়ে যায়। তাই পরের রাউন্ডে আর বেশি মনোযোগ দেইনি। ফলে পরের রাউন্ডও ড্র হয়।’ 

ফাহাদ এশিয়ান কন্টিনেন্টাল দাবায় অংশগ্রহণ করতে কাজাখস্তান যাবেন। তাই গতকাল রাতেই নবম রাউন্ডের ম্যাচটি খেলেছেন, ‘রাউন্ড রবিন লিগে কার সঙ্গে কোন রাউন্ডে খেলা এটা জানা যায়। আমার যেহেতু ফ্লাইট রয়েছে তাই এক রাউন্ডের খেলা আগেই খেলেছি।’

জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়া এনামুল হোসেন রাজীব কাজাখস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে এখন দুবাইয়ে রয়েছেন। ফাহাদ জাতীয় দাবায় দ্বিতীয় হওয়ায় অতিরিক্ত খেলোয়াড় হিসেবে খেলছেন। তাকে নিজস্ব ব্যয়ে এই মহাদেশীয় দাবায় অংশগ্রহণ করতে হচ্ছে। সাম্প্রতিক টুর্নামেন্টের মতো এই এশিয়ান কন্টিনেন্টালেও ফাহাদকে আর্থিক সহায়তার সংস্থান করে দিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক শোয়েব রিয়াজ আলম, ‘রিয়াজ আঙ্কেলকে ধন্যবাদ। তার জন্য আমি বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলতে পেরেছি। দুটি জিএম নর্ম মিস করলেও দুই টুর্নামেন্টে আমার রেটিং বেড়েছে ৩০। আমার রেটিং এখন ২৪৪০।’

গ্র্যান্ডমাস্টার হতে হলে তিন জিএম নর্মের পাশাপাশি ২৫০০ রেটিংও হতে হয়।

এজেড/এএইচএস