বাংলাদেশ গেমসের প্রথম ব্যক্তিগত সোনা ইমতিয়াজের
ফেন্সিংয়ের সোনা জয়ের পর ইমতিয়াজের উল্লাস/বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন
আনুষ্ঠানিকভাবে পর্দা এখনো ওঠেনি বাংলাদেশ গেমসের। তবে তার আগেই বেশ কিছু খেলা শুরু হয়ে গেছে। পদকের নিষ্পত্তিও হয়ে গেছে ফেন্সিংয়ে। ব্যক্তিগত ইভেন্টে চলতি আসরে প্রথম সোনাটা গিয়েছে ফেন্সার ইমতিয়াজের দখলে।
আজ বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফেন্সিংয়ের ইপি ইভেন্টে ইমতিয়াজ শ্রেষ্ঠত্ব লাভ করেন। এর পথে তাকে হারাতে হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাগর খানকে। আনসারের শরিফুল ইসলাম ও বর্ডার গার্ড বাংলাদেশের আবদুর রহিম দুটি ব্রোঞ্জপদক পেয়েছেন।
বিজ্ঞাপন
তবে গেমসের সোনা জিতেই তৃপ্ত নন ইমতিয়াজ। টোকিও অলিম্পিকের বাছাইপর্বে এখন চোখ তার। বললেন, 'এখানে স্বর্ণজয় দারুণ। বাংলাদেশ গেমসে সোনা জিততে পেরে আমি গর্বিত। তবে উজবেকিস্তানে টোকিও অলিম্পিকের বাছাইপর্ব হবে। ফেডারেশন পাঠালে সেখানেও যেতে চাই আমি।
গেমসের প্রথম ব্যক্তিগত সোনা ইমতিয়াজ জিতলেও দলীয় সোনার নিষ্পত্তি হয়েছে ক্রিকেটে। নারীদের ক্রিকেটে বাংলাদেশ সবুজ দলকে হারিয়ে বাংলাদেশ নীল দল শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল।
বিজ্ঞাপন
এনইউ/এজেড