চেন্নাই অধিনায়ক ধোনি/ফাইল ছবি

গেল বছর আইপিএলে সময়টা ভালো কাটেনি চেন্নাই সুপার কিংসের। এ বছরও তেমন কিছুর পুনরাবৃত্তি নিশ্চিতভাবেই চাইবে না মহেন্দ্র সিং ধোনির দল। তবে আকাশ চোপড়া এবারও দলের আশা দেখছেন না তেমন, যদি না সুরেশ রায়না ফর্মে ফিরে আসেন।

গেল বারের ফলাফলের পুনরাবৃত্তি এড়াতে এ বছর সবার আগেই চেন্নাই অনুশীলনে নেমেছিল। কোয়ারেন্টাইন, অনুশীলন পর্ব শেষে দলটি মাঠে নামবে আগামী ১০ এপ্রিল। 

তবে আসন্ন আইপিএলেও যে দলটির আশা ক্ষীণ তা জানালেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ। রায়না, ধোনির সঙ্গে আম্বাতি রায়ডুরা দলের মিডল অর্ডারে বড় ভরসার নাম। অথচ শেষ কিছু দিনে তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অনেক কম তাদের। সঙ্গে যোগ হয়েছে চোটের কারণে ভারতীয় দল থেকে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি। এ কারণে এবারও ফলাফল চেন্নাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে জানালেন আকাশ।

তার ভাষ্য, ‘রায়না, ধোনি ও আম্বাতি রায়ডুরা আন্তর্জাতিক ক্রিকেটে খেলেনি অনেক দিন। রবীন্দ্র জাদেজাও চোটের কারণে বাইরে। ৭ জন ভারতীয় ক্রিকেটারের চার জনই ম্যাচ খেলতে পারেনি। এটা দলটাকে পিছিয়ে দিতে পারে বেশ।’

তবু দলের শেষ চারে খেলার আশা আছে। কারণ, বিস্ফোরক ব্যাটসম্যান সুরেশ রায়না যে দলে আছেন! আকাশের মতে, তিনিই হয়ে ওঠতে পারেন দলটির প্রাণভোমরা। বললেন, ‘রায়না মারতে শুরু করলে চেন্নাইও হাসবে। ও না পারলে কাজটা কঠিনই হয়ে পড়বে দলটির জন্য।’

গেল মৌসুমে চেন্নাইয়ের অন্ধকার ঘরে টিমটিমে আলো জ্বলেছে ঋতুরাজ গায়কোয়াড়ের কল্যাণে। সেই ঋতুরাজের প্রতি এবারও বড় কিছুর আশা করছেন আকাশ। সঙ্গে রবিন উথাপ্পা ও ফাফ ডু প্লেসির কাঁধেও থাকবে বড় দায়িত্ব, মনে করেন সাবেক ভারতীয় এই ব্যাটসম্যান।

আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তিন বারের শিরোপাজয়ী চেন্নাই। ২০১৮ সালে সর্বশেষটি জেতা ধোনির দল চলতি মৌসুমে আবারও নামবে শিরোপা পুনরুদ্ধারের মিশনে। আগামী ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দলটির এই মিশন।

এনইউ