সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা ফেস্টিভালে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ১৩তম হয়েছেন। ৯ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থানের লড়াইয়ে টাইব্রেকিংয়ে ত্রয়োদশ হন গ্র্যান্ডমাস্টার জিয়া। জিয়ার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে তিন পয়েন্ট নিয়ে হয়েছেন ১১৩তম। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট নিয়ে ৭৯তম,  গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৩ পয়েন্ট নিয়ে ১২৩তম হয়েছেন। 

শেষ রাউন্ডে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ভারতের গ্র্যান্ড মাস্টার কার্তিক ভেঙ্কাটারামানকে ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সংযুক্ত আরব আমিরাতের ফিদে মাস্টার আব্দুলরাহমান মোহাম্মদ আল তাহেরকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ড্র করেন ভারতের আন্তর্জাতিক মাস্টার দাসায়ান্ত শর্মার সঙ্গে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব কাতারের আন্তর্জাতিক মাস্টার আজিজ হুসেনের কাছে হেরে গেছেন। 

সাত পয়েন্ট নিয়ে স্লোভেনিয়ার গ্র্যান্ডমাস্টার ফেদোসিয়েভ ভ্লাদিমির চ্যাম্পিয়ন ও চীনের গ্র্যান্ডমাস্টার জি জিয়ানগিউ রানার-আপ হন। ২৪ দেশের ৪১ গ্র্যান্ডমাস্টার, ৬ নারী গ্র্যান্ডমাস্টার, ৫৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৪৫ জন দাবাড়ু এই ইভেন্টে অংশগ্রহণ করেন।  

এজেড/এএইচএস