পুরুষে সেনাবাহিনী-নারীতে আনসার চ্যাম্পিয়ন
মুজিববর্ষ জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্ডোর সিনিয়র পুরুষ বিভাগে সেনাবাহিনী এবং নারী বিভাগে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে ছয়টি স্বর্ণ ও দু’টি রুপা জিতে সেরা হয়েছে তারা।
দু’টি স্বর্ণ ও ছয়টি রুপা জিতে রানার্স আপ হয়েছে আনসার। সিনিয়র নারী বিভাগে ছয়টি স্বর্ণ ও দু’টি রুপা জিতে চ্যাম্পিয়ন তারা। দুটি স্বর্ণ ও পাঁচটি রুপা জিতে রানার্স আপ হয়েছে সেনাবাহিনী।
জুনিয়র পুরুষ বিভাগে ১০টি স্বর্ণ ও একটি রুপা জিতে বিকেএসপি চ্যাম্পিয়ন ও সিরাজগঞ্জ তিনটি স্বর্ণ ও সাতটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়। জুনিয়র নারী বিভাগে কুমিল্লা পাঁচটি স্বর্ণ এবং দুটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া চারটি করে স্বর্ণ ও রুপা এবং দু’টি ব্রোঞ্জ জিতে রাজশাহী রানার্সআপ হয়।
বিজ্ঞাপন
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব আকতার হোসেন। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (অতিরিক্ত সচিব) মাসুদ করিম ও আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।
এজেড/ এমএইচ
বিজ্ঞাপন