এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ফ্লাইট নিয়ে শুরু থেকেই জটিলতার মধ্যে বাংলাদেশের ভারত্তোলকরা। যাওয়ার সময় যেমন ঝক্কি পোহাতে হয়েছে, এখন ফেরার সময় এর চেয়েও বেশি। 

দুই কোচ শাহরিয়া সুলতানা ও ফারুক সরকার তুরস্কের ইস্তাম্বুলে আটকে আছেন প্রায় দু’দিন। টার্কিশ এয়ারলাইনসে তারা উজবেকিস্তান থেকে রওনা হয়ে তুরস্কে এসে আটকে আছেন। অন্য দিকে দুই ভারত্তোলক মনিরা কাজী ও জিয়ারুল আলম ফ্লাইট জটিলতায় উজবেকিস্তান থেকে রওনা হয়েছেন একদিন পর। এমিরেটসে তাদের দুবাই হয়ে ঢাকায় আসার কথা। এখন তারা ট্রানজিটে অবস্থান করছেন। দুবাই সময় সকাল সাড়ে দশটায় আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। 

বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা তাদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র সংগ্রহ করেছি। সেই পত্র ইতোমধ্যে ওখানে পাঠানো হয়েছে। তুরস্ক থেকে ঢাকাগামী যে কোনো বিমানে ওরা আসতে পারবে। দুবাই থেকে বাংলাদেশের বিশেষ ব্যবস্থা তো রয়েছেই পাশাপাশি আমরাও মন্ত্রণালয়ের অনুমতিপত্র সংগ্রহ করেছি।’

এজেড/এনইউ