সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে আজ মঙ্গলবার ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। কলকাতায় যাত্রা বিরতির পর বিকেলে অরুণাচলে পৌছান নাজমুল হুদা ফয়সালরা। অরুণাচলে বিদেশি নাগরিক প্রবেশে অনলাইন নিবন্ধন ও অনুমতি প্রয়োজন হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এই বিষয়ে আন্তরিক সহযোগিতা করেছে।

আজ বাংলাদেশ কোনো অনুশীলন করেনি। আগামীকাল বিকেলে প্রথম অনুশীলন করবে। আগামী ৯ মে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুই দিন পর ১১ মে একই ভেন্যুতে প্রতিপক্ষ ভুটান। অন্য গ্রুপ ‘বি’তে আছে স্বাগতিক ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল ১৬ মে সেমিফাইনাল খেলবে। টুর্নামেন্টের ফাইনাল ১৮ মে।

এদিকে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা বিভাগের খেলা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ৪ জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এবং মহিলা বিভাগে রয়েছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।

উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগ হতে শীর্ষস্থান প্রাপ্ত ১২ জন ফিদে বিশ্বকাপ দাবায় এবং মহিলা বিভাগে শীর্ষস্থান প্রাপ্ত ৩ জন দাবাড়ু মহিলা বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ৫১ জন গ্র্যান্ডমাস্টার ও ৫৪ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৫৮ জন দাবাড়ু ওপেন বিভাগে এবং ২ জন গ্র্যান্ডমাস্টার ১৯ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ২১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০৫ জন দাবাড়ু মহিলা বিভাগে অংশগ্রহণ করছেন।

এজেড/এইচজেএস