ফেন্সিং কেমন খেলা সেটা জানতেনই না এমিলি রায় ইশা। ২০২১ সালে পড়তেন মিরপুর বাংলা কলেজে উচ্চ মাধ্যমিকে। ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর নার্সিংয়ের কোর্সে ভর্তি হন ইশা।

নার্সিংয়ে থাকলেও মিরপুরের সাইক নার্সিং কলেজের ছাত্রীর নেশা ফেন্সিং, 'এখানে প্রচুর কষ্ট করা লাগে। কলেজে ৮০ ভাগ উপস্থিত থাকা লাগে। যদিও পড়াশুনায় আমি ভালো। সিজিপিও ভালো। খেলা ও পড়া দুটোই সমানভাবে মেইনটেন করি। তাছাড়া আমার ক্লাসমেটরাও অনেক হেলপফুল। তাদের কাছে কৃতজ্ঞ।'

তরবারি দিয়ে মারামারির খেলার ডেমোনেস্ট্রেশন দেখে খেলাটিকে ভালোবেসে ফেলেন ইশা। এরপর ২০২২ সালে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই জুনিয়র বিভাগে জেতেন সোনা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। মিরপুর ক্রীড়া পল্লীতে চলছে দক্ষিণ এশিয়ান গেমসের ক্যাম্প। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের ক্যাম্পেও একমাত্র জুনিয়র হিসেবে ডাক পেয়েছেন তিনি। এসএ গেমসের ক্যাম্পে ডাক পাওয়ায় যদিও কলেজ থেকে ছুটি নিয়েছেন ইশা, 'স্যারদের কাছে অ্যাপ্লিকেশন করি। বলেছি আমি ক্যাম্প করতে চাই। এবং পড়তেও চাই। প্রিন্সিপাল স্যার বলেছেন তুমি ছুটিতে থাকো। তবে মিডটার্ম দিয়েছি ২৬ আগস্ট। আমি নার্সিং ও খেলা দুটোই উপভোগ করছি।'

এবারের জুলাই রেভুলেশন চ্যাম্পিয়নশিপে সিনিয়র ও অভিজ্ঞদের জয় জয়কার। তারপরও তিনি অন্তত সোনা জিততে চেয়েছিলেন। ব্রোঞ্জ জিতে স্বাভাবিকভাবেই মন খারাপ ইশার, 'আমি নিজের খেলায় সন্তুষ্ট না। কারণ যেভাবে প্র্যাকটিসে খেলি সেভাবে খেলতে পারিনি। আরও ভালো করতে পারতাম। কিন্তু এখানে অনেক নার্ভাস হয়ে পড়ি। সিনিয়রদের হারাতে পারব কি পারব না এই ভয় পেয়ে বসেছিল।'

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শনিবার শেষ হয়েছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। প্রথম রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনী ও দ্বিতীয় রানার্স আপ মিরপুর ফেন্সিং ক্লাব। চ্যাম্পিয়ন আনসার জিতেছে ৫টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ। ২টি করে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মিরপুর ফেন্সিং ক্লাব। 

শনিবার মেয়েদের ফয়েল একক ইভেন্টে সোনা জিতেছেন জেসমিন আক্তার জুঁই, রুপা নাজিরা খাতুন। ব্রোঞ্জ জিতেছেন দুজন-মেহজাবিন মোস্তফা ও এমিলি রায় ইশা।  মেয়েদের সাবের এককে সোনা জিতেছেন অঞ্জলী গোস্বামী। রুপা জিতেছেন মাহবুবা খাতুন। বোঞ্জ জিতেছেন দুজন-রোকসানা খাতুন ও সুমাইয়া আক্তার মুক্তা। সবাই বাংলাদেশ আনসারের ফেন্সার।  

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ। তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেন ১৭৫ জন ফেন্সার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান।

এজেড/এইচজেএস