জুলাই মাসের শেষ সপ্তাহে টোকিও অলিম্পিক। মাত্র মাস দেড়েক সময় বাকি। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন এখনো আরেকটি অলিম্পিক কোটা প্লেসের আশা করছে। সেই আশা নিয়ে আজ (বুধবার) ভোররাতে প্যারিসে অলিম্পিক কোটা প্লেস বাছাই ও বিশ্বকাপ খেলতে রওনা হচ্ছেন আরচ্যাররা।
 
পুরুষ ও নারী দলগত রিকার্ভ ইভেন্ট থেকে তিনটি করে দেশ আসন্ন অলিম্পিকে খেলার সুযোগ পাবে। রিকার্ভ পুরুষ দলগতে ৫১ ও রিকার্ভ মহিলা দলগতে ২৯ দেশ অংশগ্রহণ করছে। এদের মধ্যে তিনটি করে দেশ টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পাবে।বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘আমরা টোকিও অলিম্পিকে আরেকটি কোটার জন্যই যাবো। তবে নিঃসন্দেহে অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতার মধ্যে পড়তে হবে।’
 
রোমান সানা রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে খেললেও প্যারিসে রিকার্ভ দলগত ইভেন্টেও বাংলাদেশের হয়ে খেলবেন, ‘সে আমাদের সেরা আরচ্যার। অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলবেন।’ বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। বাংলাদেশ দল পুরুষ দলগত ইভেন্টে টোকিও অলিম্পিক নিশ্চিত হলে দলের সবাই আবার ব্যক্তিগতভাবে রিকার্ভ এককে খেলতে পারবেন।

গত মাসে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়েছিলেন বাংলাদেশের আরচ্যাররা। রিকার্ভ মিশ্র বিভাগে রৌপ্য পদক জেতেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। নারী আরচ্যারদের সম্পর্কে জার্মান কোচ বলেন, ‘আমাদের নারীরা এই কয়েক দিন ভালো অনুশীলন করেছে। নারীদের দলগত ইভেন্টেও অনেক প্রতিদ্বন্দ্বীতা তাও আমরা আশা ছাড়ছি না।’ 

২০১৯ সালে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়েই অলিম্পিক কোটা প্লেস নিশ্চিত করেছিলেন রোমান। এবার অবশ্য আগে অলিম্পিক কোটা নির্ধারণ হবে। এই পদ্ধতিতে আরচ্যারদের ওপর বেশি চাপ থাকবে বলে ধারণা মার্টিনের, ‘বিশ্বকাপ ও অলিম্পিক বাছাই এক সাথে হলে সেভাবে চাপ হতো না। যখন অলিম্পিক কোটা প্লেস আলাদাভাবে হচ্ছে তখন অবশ্যই আরচ্যাররা একটু বাড়তি চাপে থাকবেন। সেই মানসিক চাপ কমানোর জন্য আমি কাজ করছি।’
 
প্যারিস থেকে অলিম্পিক কোটা প্লেস নিশ্চিত না হলেও ওয়াইল্ড কার্ড পেয়ে অলিম্পিকে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আরচ্যারদের। ওয়াইল্ড কার্ডের ব্যাপারে বেশ গোপীনয়তায় আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, ‘এই বিষয়টি খুব গোপনীয়। এখনই মন্তব্য করা যাচ্ছে না। প্যারিস থেকে ফিরে এসে এই বিষয় বলব।’ 

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে.জেনারেল (অব) মোঃ মইনুল ইসলাম,পৃষ্ঠপোষক সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত ইসলাম, টিম ম্যানেজার ফারুক ঢালী। 

প্যারিসগামী বাংলাদেশ দল
ফারুক ঢালী (টিম ম্যানেজার), মার্টিন ফ্রেডরিক (প্রধান কোচ), জিয়াউল হক (কোচ), রোমান সানা, কৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহেনাজ আক্তার মনিরা, নাসরিন আক্তার। 

এজেড/এমএইচ