অলিম্পিক ডে
ফেডারেশনগুলোতে আচরণবিধি প্রণয়নের অনুরোধ
২৩ জুন অলিম্পিক ডে । আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও দিনটি পালন করে আসছে। র্যালি, চিত্রাঙ্কন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অলিম্পিক ডে পালিত হয়। এবার করোনার জন্য বেশ সীমিত পরিসরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেই পালিত হয়েছে অলিম্পিক ডে।
সকাল এগারোটায় বিওএ ভবন প্রাঙ্গনে অলিম্পিকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবস উদযাপনের যাত্রা শুরু হয়। বিভিন্ন ডিসিপ্লিনের স্বল্প সংখ্যক ক্রীড়াবিদ, সংগঠকরা এতে উপস্থিত ছিলেন। এরপর অলিম্পিকের নীতি, মুল্যবোধ ও নৈতিকতা বিষয় সেমিনার হয়। এই সেমিনারে আলোচনা করেন বিওএ’র কোর্স প্রশিক্ষক মাহফুজুর রহমান সিদ্দিকী।
বিজ্ঞাপন
সেমিনারে তিনি অলিম্পিকের ইতিহাস, বর্ণবাদের বিরুদ্ধে অলিম্পিক, মূল্যবোধ ও নৈতিকতা চর্চার নানা ইতিহাস তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরেন। আন্তর্জাতিক অলিম্পিকের পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটেও অলিম্পিকের নীতি, মূল্যবোধ ও নৈতিকতার চর্চারও বিশ্লেষণ করেন। এই বিশ্লেষণকালে তিনি ফেডারেশনগুলোকে একটি অনুরোধ রেখেছেন,‘বাংলাদেশের অনেক ফেডারেশনগুলোর কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি নেই। এই কোড অফ কন্ডাক্ট থাকলে অলিম্পিকের মূল্যবোধগুলো স্ব স্ব ফেডারেশনও খেলায় আরো বেশি প্রতিফলিত হবে।’
সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি সমাপনী বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন একটি পরিবার। বিওএ ফেডারেশনগুলোকে নিয়ে অঙ্গাঅঙ্গিভাবে কাজ করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।’
বিজ্ঞাপন
দুপুরে অলিম্পিকের ইতিহাস, মূল্যবোধ ও নৈতিকতার বিষয়ে সেমিনারের পর বিকেলে চলছে এন্টিডোপিং নিয়ে আলোচনা। অনেক ক্রীড়াবিদ, কোচরা এতে অংশ নিয়েছেন।
আসন্ন টোকিও অলিম্পিকসে অংশ নেবেন অ্যাথলেট জহির রায়হান। অলিম্পিক ডে’র এমন আয়োজনে তিনি উপকৃত হয়েছেন বলে জানান, ‘মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এন্টি ডোপিং, খেলার নৈতিকতা বিষয়ও জানা প্রয়োজন। আজ এই সেশনগুলোর মাধ্যমে অনেক কিছু জানলাম।’
এজেড/এটি