নভেম্বরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। ফুটবল, ক্রিকেট, হকি, দাবার পাশাপাশি টেনিসে ছিল ডেভিড কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বাহরাইনে এই প্রতিযোগিতায় ১২তম হয়ে গতকাল দেশে ফিরছে বাংলাদেশ দল। 

গতকালই টেনিস ফেডারেশন ডেভিস কাপের ফলাফল জানিয়েছে। যেদিন যে খেলা, সেই দিন সেই ফলাফল জানানোই নিয়ম ও সাধারণ আনুষ্ঠানিকতা। সেটা না করে টেনিস ফেডারেশন এবার দেশে ফেরার পর সব দিনের ফলাফল একত্রে দিয়েছে। শুধু ফলাফল দিয়েই ক্ষান্ত, কোনো ছবিও দেয়নি। 

ডেভিস কাপ বাংলাদেশের টেনিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। অথচ ফেডারেশন এই খেলার প্রচার-প্রসার নিয়ে যেন চরম অবহেলা ও অপেশাদারত্ব প্রদর্শন করল। দেশে ফেরার পর ফল দিলেও সম্প্রতি টেবিল টেনিস এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া, খেলার ফলাফল, ফিরে আসা কিছুই জানায়নি গণমাধ্যমে।

বাহরাইনে ১৭-২৩ নভেম্বর ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’টেনিস প্রতিযোগিতায় স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ব্রুনাই, লাওস, গুয়াম, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নর্দার্ন ম্যারিনা দ্বীপপঞ্জ, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের জাতীয় পুরুষ দলসমূহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হয়। বাংলাদেশ দল গ্রুপ-সি তে তুর্কমেনিস্তান, বাহরাইন ও ব্রুনাই দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। 

প্রথম দিনের গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন খেলায় বাংলাদেশ দল স্বাগতিক বাহরাইনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ০-৩ সেটে পরাজিত হয়। প্রথম এককে বাংলাদেশের জারিফ আবরার ২-৬, ২-৬ গেমে বাহরাইনের ইলিয়াস আব্দুলআজিজের নিকট এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জুবিন ওমর ৬-১, ৩-৬, ৬-৭ গেমে বাহরাইনের ইসুফ কোয়াদের কাছে পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের মো. ইমন ও রুস্তম আলী জুটি ২-৬, ৪-৬ গেমে বাহরাইনের হাসান আব্দুলনবি ও আহমেদ আলসাইদ জুটির কাছে হারে। 

দ্বিতীয় দিনের গ্রুপ পর্যায়ে রাউন্ড রবিন খেলায় বাংলাদেশ দল তুর্কমেনিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ০-৩ এ পরাজিত হয়। প্রথম এককে বাংলাদেশের জারিফ আবরার ৬-৪, ৩-৬, ১-৬ গেমে তুর্কমেনিস্তানের সেলিম ছায়ালাভ এর কাছে, দ্বিতীয় এককে বাংলাদেশের জুবিন ওমর ৪-৬, ৬-৪, ৬-৭ গেমে তুর্কমেনিস্তানের আলানুর দায়ানজভ এবং দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ আবরার ও তানভির পাশা জুটি ১-৬, ২-৬ গেমে তূর্কমেনিস্তানের মেলিস ওরাজমোহামদো ও ইউরি রোগসকি জুটির এর নিকট পরাজিত হয়।

তৃতীয় দিনে গ্রুপ পর্যায়ে শেষ রাউন্ড রবিন খেলায় বাংলাদেশ দল ব্রুনাই দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ৩-০ ম্যাচে জয় লাভ করে গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রথম এককে বাংলাদেশের তানভির পাশা ৬-৩, ২-৬, ৭-৬ গেমে ব্রুনাইয়ের জাভিন ইয়ং কোক লিমকে, দ্বিতীয় এককে বাংলাদেশের রুস্তম আলী ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে ব্রুনাইয়ের আইমান আব্দুল্লাহকে এবং দ্বৈতের খেলায় বাংলাদেশের জারিফ আবরার ও মো: ইমন জুটি ৬-০, ৬-১ গেমে আইয়ান চক ও আহমাদ সুলাইমান জুটিকে পরাজিত করে। 

চতুর্থ দিনের ১১-১২তম স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ দল মায়ানমারের নিকট ০-২ ম্যাচে পরাজিত হয়ে প্রতিযোগিতায় ১২তম স্থান অধিকার করে। খেলায় প্রথম এককে বাংলাদেশের মো. ইমন ৩-৬, ২-৬ গেমে মায়ানমারের ফি সার সেইয়ের নিকট এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জারিফ আবরার ১-৬, ৬-৪, ৫-৭ গেমে মায়ানমারের দাহ ও এর নিকট পরাজিত হয়। 

ডেভিস কাপ উপলক্ষে ফেডারেশন কয়েক মাসের ক্যাম্প করিয়েছিল। প্রস্তুতি হওয়ায় ভালো ফলাফলের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন বলেন, ‘প্রস্তুতি অনুযায়ী আমাদের ফল আরো ভালো হওয়া উচিত ছিল। ড্রতে আমরা খানিকটা কঠিন গ্রুপে পড়েছি। এতে ফলাফল আমাদের পক্ষে যায়নি।’

এজেড/এফএইচএম