গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ভারত চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা লোয়ার অর্ডারে সেনুরান মুথুসামি ও মার্কো জানসেনের ব্যাটে ৪৮৯ রান করে।

দক্ষিণ আফ্রিকার এই বিশাল সংগ্রহ ভারতকে চাপে রেখেছে। পরিসংখ্যানও তাদের পক্ষে নেই খুব একটা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত প্রথম ইনিংসে ৪৫০ রানের বেশি দিয়েছে ৩৭ বার। এর মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে তারা। 

অ্যাডিলেড, ২০০৩-০৪

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ৫৫৬। ভারত পাল্টা জবাব দেয় ৫২৩ রান তুলে। রাহুল দ্রাবিড়ের ২৩৩ ও ভি ভি এস লক্ষ্মণের  ১৪৮ রানের জোড়া ইনিংসের সুবাদে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৬ রানে আটকে দিয়ে ২৩৪ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে বিখ্যাত জয়।

বেঙ্গালুরু, ২০১০

অস্ট্রেলিয়া করেছিল ৪৭৮ রান। ভারত তার জবাবে করে ৪৯৫ রান। শচীন টেন্ডুলকার ও মুরালি বিজয়ের তিনশ রানের জুটি বড় অবদান রাখে। শচীন ২১৪ ও মুরালি ১৩৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২২৩ রানে। ভারত ২০৭ রানের টার্গেট ৪৫ ওভারে তুলে নেয়।

চেন্নাই, ২০১৬

ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৪৭৭ রান। ভারত জবাবে পাহাড়সম ৭৫৯/৭ রানে ডিক্লেয়ার করে। করুণ নায়ারের অপরাজিত ৩০৩ রান ম্যাচ বদলে দিয়েছিল। শেষ দিনে ইংল্যান্ডকে ২০৭ রানে অলআউট করে ইনিংস ও ৭৫ রানে জেতে ভারত। 

সুতরাং, প্রতিপক্ষ ৪৫০ কিংবা তার বেশি করলে ভারত যে জেতেনি তা নয়। তবে সবই অন্যরকম পরিস্থিতিতে। এবার গুয়াহাটিতে ম্যাচ পাল্টে দেওয়ার মতো কেউ ইনিংস খেলতে পারবেন কি না, সেটাই দেখার অপেক্ষা।