দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান আগামীকাল (সোমবার) আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। আগামীকাল রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার ডালাসের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আমেরিকায় প্রায় দুই মাস থাকবেন এই গলফার। হঠাৎ আমেরিকায় যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এশিয়ান ট্যুর করোনার জন্য হচ্ছে না। অনেক দিন খেলার বাইরে। তাই আমেরিকায় গিয়ে টুর্নামেন্ট খেলা ও ট্রেনিং করতে চাই।’ 

আমেরিকায় প্রায় দুই মাস সফর বেশ ব্যয়বহুল। নিজের অর্থেই যাচ্ছেন সিদ্দিক, ‘সফরের পুরো অর্থই আমি নিজে বহন করছি।’ সিদ্দিক কয়েক মাস আগেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছিলেন। আমেরিকাতেই তিনি প্রশিক্ষণ করতে চেয়েছিলেন। বিওএর কাছ থেকে আর্থিক সাহায্য না পাওয়ায় শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই যাচ্ছেন এই গলফার। 

এই দুই মাসের সফরটি তার জন্য বেশ গুরুত্বপূর্ণ মনে করেন সিদ্দিক, ‘এই সফরে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব আবার অনুশীলনও করব। এখানে আমার উন্নতির জায়গা রয়েছে।’

রিও অলিম্পিকে নিজ যোগ্যতায় খেলেছিলেন। আশায় ছিলেন টোকিও অলিম্পিকে কিছু করার। কিন্তু করোনায় শেষ পর্যন্ত আর হলো না। এ নিয়ে অবশ্য আক্ষেপও নেই সিদ্দিকের।

এজেড/এমএইচ