টোকিও অলিম্পিকে বাংলাদেশের আশার সবটুুকুই আরচ্যারিকে ঘিরে। আজ (শুক্রবার) প্রথম দিন দুই আরচ্যার রোমান সানা ও দিয়া সিদ্দিকী দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। রোমান নিজ যোগ্যতায় টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেও দিয়া খেলছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। 

দিয়াকে ওয়াইল্ড কার্ড দেওয়া যে ভুল হয়নি সেটা পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন তিনি। এমনটাই মনে করেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক, ‘সে অলিম্পিকের মতো আসরে প্রথমেই নিজের ক্যারিয়ার সেরা স্কোর করে প্রমাণ করেছে তাকে কার্ড দেওয়ার সিদ্ধান্তটি সঠিক।’ 

সুইজারল্যান্ডের লুজানে রিকার্ভ মিশ্র বিভাগে বাংলাদেশকে রৌপ্য এনে দিয়েছিলেন রোমান ও দিয়া। আজ দুই জন ব্যক্তিগত স্কোর দিয়ে মিশ্র বিভাগে ১৬'র মধ্যে প্রবেশ করেছেন। এখানে পদক পাওয়া বেশ কঠিন মনে করেন কোচ, ‘আমাদের কালকে লড়তে হবে কোরিয়ার সাথে। যারা অত্যন্ত শক্তিশালী। এরপরও আশা করছি আমার দুই আরচ্যার তাদের সেরাটা দেবে।’ 

দিয়ার পাশাপাশি রোমানের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মার্টিন,  ‘সেও দারুণ করেছে। সামগ্রিকভাবে আমি দুই জনের পারফরম্যান্সে খুব খুশি। আশা করি পরবর্তী দিনগুলো ভালো যাবে।’ 

এজেড/এমএইচ