অস্ট্রেলিয়ায় গোল্ড কোস্টের ২১তম কমনওয়েলথ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হওয়া ও জাতীয় এয়ার রাইফেল চ্যাম্পিয়ন জাকিয়া সুলতানা টুম্পা (২৮) ঢাকার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ  হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। টুম্পার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছে তার পরিবার ও এলাকাবাসী।

শ্যুটার জাকিয়া সুলতানা টুম্পা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ১নং ওয়ার্ডের তসলিম উদ্দিনের মেয়ে। চার বোন এক ভাইয়ের মধ্যে টুম্পা দ্বিতীয়। উপজেলা শিশু নিকেতন থেকে ২০০৩ সালে জাকিয়া সুলতানা টুম্পা পঞ্চম শ্রেণি পাস করার পর ২০০৪ সালে হাতীবান্ধা শাহ গরীবুল্ল্যাহ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণি পাসের পর ২০০৫ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পায় টুম্পা। পরে ২০১৬ সালে ঢাকা রাইফেল ক্লাবে যোগ দেন।  

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১৫জুলাই) হঠাৎ করে জাকিয়া সুলতানা টুম্পা ও তার বাবা তসলিম উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও তাদের অবস্থা খারাপের দিকে যায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠালে ঈদের কয়েকদিন আগে করোনা পজিটিভ আসে।

তাদের অবস্থার আরও অবনতি হলে টুম্পা ও তার বাবাকে ঈদের দিনই ঢাকায় নিয়ে গিয়ে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর বাবা তসলিম উদ্দিন কিছুটা সুস্থ হলেও তার মেয়ে টুম্পার অবস্থা এখনো আশঙ্কাজনক।

এদিকে দেশের এই কৃতি ক্রীড়াবিদের উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাটের ৫ উপজেলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে টুম্পার ছোট ভাই ফুয়াদ ‍মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ‘হাসপাতালে ভর্তি করার পর থেকে তার অবস্থা তেমন ভালো না। বাবা অনেকটা সুস্থ হলেও টুম্পার অবস্থা আশঙ্কাজনক। তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। কিন্তু কোনো উপায় পাচ্ছি না। অক্সিজেন স্যাচুরেশন সাধারণ অবস্থায় ৭০ শতাংশের নিচে থাকছে। ফুসফুস ৩৫ থেকে ৪০ শতাংশ ভাগ আক্রান্ত। আমরা টুম্পার উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা ও সবার দোয়া প্রার্থনা করছি।’

এ বিষয়ে হাতীবান্ধা মানচিত্র স্পোর্টস ক্লাবের সভাপতি ফয়জুন নেছা মনা বলেন, ‘টুম্পা দেশের জন্য লড়েছে। তাই দেশের মানুষসহ সরকারের উচ্চ পার্যায়ের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এখন তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা প্রয়োজন।’

প্রসঙ্গত, ২০১৭ সালে জাপানে গোল্ড কোস্টের ২১তম কমনওয়েলথ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ স্থান অর্জন করেন টুম্পা। এর আগে ভারতে সাউথ এশিয়া গেমসে ২০১৬ সালে অংশগ্রহণ করে এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন। ভারতে দুবার, জাপানে একবার ও অস্ট্রেলিয়ায় একবার খেলতে যান এই নারী শ্যুটার। জাতীয় এয়ার রাইফেলে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন তিনি।

এমএইচ/এটি