টোকিওতে অপেক্ষা বাড়ল রোমানদের
২৩ জুলাই অলিম্পিক উদ্বোধনের দিন আরচ্যারির রিকার্ভ এককের র্যাঙ্কিং রাউন্ড হলেও এলিমেশন পর্ব হচ্ছে কয়েক দিন বিরতি দিয়ে। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এলিমেনেশন রাউন্ড। বাংলাদেশের আরচ্যার রোমান সানা এলিমিনেশন রাউন্ডে খেলবেন ইংল্যান্ডের টম হলের সঙ্গে। তাকে হারাতে পারলে সেরা ৩২ এর মধ্যে আসতে পারবেন রোমান। এরপর লড়বেন শেষ ষোলোর একজন হতে।
সাধারণত এলিমিনেশন রাউন্ড সকালেই শুরু হয়। আগামীকাল এই পর্ব শুরু হচ্ছে দুপুুর থেকে। টোকিও থেকে বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক সময় পেছানোর কারণ সম্পর্কে বলেন, ‘আবহাওয়ার ফোরকাস্টে আগামীকাল সকালে বৈরিতা রয়েছে। এজন্য খেলা পিছিয়ে দুপুরের দিকে দেওয়া হয়েছে।’
বিজ্ঞাপন
আজ অনেকটা বাতাসের মধ্যেই শেষ অনুশীলন করেছেন রোমান। আবহাওয়াকে খুব বেশি প্রতিবন্ধক মনে করছেন না কোচ, ‘এতদিন আবহাওয়া ভালোই ছিল। আজ একটু বাতাস আছে। আশা করি কাল দুপুরে ভালো আবহাওয়ায় খেলা হবে।’
রোমান র্যাঙ্কিং রাউন্ডে ৬৬২ স্কোর করে রোমান সানা ১৭ তম হয়েছেন। র্যাঙ্কিংয়ে শীর্ষ ১৭তে থাকায় ১/৩২ পর্যায়ে ৪৮ র্যাঙ্কিংধারীর বিপক্ষে খেলা পড়েছে। ব্রিটেনের টম হল ৬৪৯ স্কোর করেছিলেন।র্যাঙ্কিং রাউন্ডে রোমান টমের চেয়ে ভালো স্কোর করলেও নক আউট পর্বে যে কোনো কিছুই হতে পারে।
বিজ্ঞাপন
তাই বেশ সতর্ক মার্টিন, ‘রোমানকে নিয়ে আমাদের সবার আশা। সে ভালো কিছু করার সামর্থ্য রাখে। নক আউট পর্বে যে কোনো কিছুই হতে পারে। তবে আমি রোমানের ব্যাপারে আশাবাদী।’
টমকে হারাতে পারলে রোমান এক ঘন্টা পরেই নামবেন ১/১৬ অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে। সেখানকার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবতে চান না কোচ, ‘আমার পরিকল্পনা এখন ১/৩২ নিয়ে। এই পর্ব পার হতে পারলে ১/১৬ নিয়ে ভাবব।’
আগামীকাল রোমান এই দুই পর্ব পার না হতে পারলে তার অলিম্পিক যাত্রা শেষ হবে। আর এই দুই পর্ব উতরে গেলে পদকের সম্ভাবনা আরও বেশি করে উজ্জ্বল হবে। আরেক প্রতিযোগী দিয়া সিদ্দিকীর ইভেন্ট ২৯ জুলাই।
এজেড/এটি/এমএইচ