এক পয়েন্টের আক্ষেপ নিয়ে অলিম্পিক থেকে বিদায় রোমান সানার
রোমান সানা/ফাইল ছবি
টোকিও অলিম্পিক স্বপ্ন শেষ রোমান সানার। শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে মাত্র ১ পয়েন্টের জন্য হেরে গেছেন তিনি। রোমানের বিদায়ের সাথে বাংলাদেশের অলিম্পিক স্বপ্নও শেষ হলো প্রায়। তবে রোমান যা করেছেন সেটাও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস। অলিম্পিকে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ নক আউট পর্বে জিততে পারেননি। রোমান সেটি করে দেখিয়েছেন।
এলিমিনেশন রাউন্ডেই একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলে এসেছিলেন রোমান। কানাডিয়ান আরচার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের লড়াইটা হয়েছে আরও হাড্ডাহাড্ডি। এক সেট রোমান, তো আরেক সেট ক্রিসপিন। প্রথম চার সেটে দুই জন দুটি করে জেতায় শেষ সেটটি হয় ফাইনাল। সেই শেষ সেটের প্রথম দুই তীরে দুই জনেই করেন ১৭। কানাডিয়ান আরচ্যার তৃতীয় তীর নয় মারেন। রোমান দশ মারলে জিততেন, নয় মারলে টাইব্রেকার হতো। রোমান মারলেন আট। এতেই হেরে যান তিনি। এক পয়েন্টের আক্ষেপ বাংলাদেশের।
বিজ্ঞাপন
অথচ যেভাবে রোমান শুরুটা করেছিলেন ক্রিসপিনের বিপক্ষে, তাতে মনে হচ্ছিল আরেকটা রাউন্ড উতরে যাওয়া বুঝি সময়ের ব্যাপার মাত্র! প্রথম সেটে ৯, ৯ আর ৮ তুলে রোমান স্কোর করেছিলেন ২৬, জবাবে তার প্রতিপক্ষ তুলেছিলেন ২৫। তাতে প্রথম সেটটা জিতে নেন রোমান। চলতি অলিম্পিকে প্রথমবারের মতো প্রথম সেটেই জয়ের স্বাদ পান তিনি।
আগের সেটে শুরুর তিরে নয় তুলে নিয়েও জয় তুলে নেওয়া গিয়েছিল। দ্বিতীয় সেটেও শুরুটা হলো সেই নয় দিয়েই। কিন্তু পরের দুই সেট থেকে সানা তুলতে পারলেন ১৬। মোট স্কোর দাঁড়াল তাতে ২৫। ক্রিসপিন জবাবে তিন তির থেকে যথাক্রমে ৯, ৯, আর ১০ নিয়ে তোলেন ২৮। দ্বিতীয় সেটটা এর ফলে ঝুলিতে পোরেন কানাডিয়ান এই প্রতিযোগী। খেলায় ফেরে ২-২ সেট পয়েন্টে সমতা (প্রতি সেটে ২ পয়েন্ট)। পরের সেটেও ঘটল সেই একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন। তিন তিরে তিনটি ৯ তুলে রোমান স্কোর করলেন ২৭। ১০, ৯, আর ১০ এ ২৯ তুলে এর জবাব দেন ক্রিসপিন। তৃতীয় সেটটাও যায় রোমানের বিপক্ষেই। ৪-২ সেট পয়েন্টে পিছিয়ে পড়েন তিনি।
বিজ্ঞাপন
লড়াইয়ে রোমাঞ্চ হাজির হল চতুর্থ সেটে এসে। ৮, ১০, আর ৯ এ ২৭ স্কোর নিয়ে রোমান তার গড়পড়তা পারফর্ম্যান্সটাই ধরে রাখেন। পা হড়কায় ক্রিসপিনের। তিন তির থেকে তুলতে পারেন মাত্র ২৬, তাতে এক পয়েন্টের ব্যবধানে জিতে চার সেট শেষে ৪-৪ সেটপয়েন্ট এ সমতায় চলে আসেন রোমান।
পঞ্চম সেটের শুরুতে আবারও পা হড়কায় ক্রিসপিনের। রোমানের ৯ এর বিপরীতে ক্রিসপিন তুলতে পারেন মোটে ৭ স্কোর। পরের তিরে রোমান তুলতে পারলেন ৮, এখানে দশ তুলে আবারও খেলায় ফেরেন প্রতিপক্ষ। শেষ তিরেও তিনি তুললেন ৯, তাতে জিততে হলে রোমানের প্রয়োজন ছিল আরও একটা ১০। কিন্তু সেই তিরেই দেশসেরা এই আরচার হড়কালেন পা, ৮ তুলে হারলেন এক পয়েন্টে। তাতে ৬-৪ সেট পয়েন্টে হারও নিশ্চিত হয় তার। অলিম্পিক থেকেও তার বিদায়ঘণ্টা বেজে যায় তাতে।
এজেড/এনইউ/জেএস