রোমান সানা/ফাইল ছবি

অলিম্পিক আসে, অলিম্পিক যায়। বাংলাদেশের পদকের খাতা পড়ে থাকে শূন্য। এ অবস্থা থেকে বাংলাদেশকে মুক্তি দিতে দৃঢ়প্রতিজ্ঞ রোমান সানা। জানালেন ২০২৮ অলিম্পিকেই বাংলাদেশকে দিতে চান প্রথম সোনার স্বাদ।

রোমান সানা অবশ্য চলতি অলিম্পিকে পা রাখার আগেই ইতিহাস গড়ে ফেলেছিলেন। দেশের ইতিহাসে প্রথম আরচার হিসেবে সরাসরি অলিম্পিক নিশ্চিত করেছিলেন তিনি। অলিম্পিকে পা রেখে গড়লেন আরেক ইতিহাস। রুদ্ধশ্বাস এক লড়াই শেষে গ্রেট ব্রিটেনের টম হলকে হারিয়ে তিনি উতরে গিয়েছিলেন এলিমিনেশন পর্ব। দেশের অলিম্পিক ইতিহাসে মূল পর্বে প্রথম জয়ের কীর্তিটা গড়ে ফেলেন তিনি। উঠে যান শেষ ৩২-এ।

এরপরের পর্বে কানাডিয়ান আরচার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষেও রোমানের লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ানে। এক সেট রোমান জিতছেন, তো আরেক সেট ক্রিসপিন। প্রথম চার সেটের দুই জন দুটি করে জেতায় শেষ সেটটি হয় ফাইনাল। সেই শেষ সেটের প্রথম দুই তীরে দুই জনেই করেন ১৭। কানাডিয়ান আরচ্যার তৃতীয় তীর নয় মারেন। রোমান দশ মারলে জিততেন নয় মারলে টাইব্রেকার হতো। রোমান মারলেন আট। এক পয়েন্টের আক্ষেপ হয় বাংলাদেশের সঙ্গী।

সেজন্যে কিছুটা আক্ষেপও ঝরে পড়ে রোমানের কণ্ঠে। ম্যাচ শেষে বিশ্ব আরচারিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোমান বলেন, 'ম্যাচটা জেতার ভালো সুযোগ ছিল আমার সামনে। আফসোস হচ্ছে, হতাশাও আছে, মাত্র দশটা পয়েন্টই তো লাগতো!'

তবে এবারের মতো যাত্রাটা শেষ হয়ে গেলেও রোমান হতোদ্যম হচ্ছেন না মোটেও। চোখ রাখছেন সুদূরে। বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন সোনা জয়ের। কবে নাগাদ জিততে চান জানালেন সেটাও। বললেন, '২০২৮ অলিম্পিকে সোনা জিততে চাই, সেটাই আমার লক্ষ্য। ২০২৪ অলিম্পিকও খেলব আমি। সেজন্যে সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা থাকবে আমার।' 

এনইউ/এটি