স্ত্রী হারালেন ক্রীড়া সাংবাদিক জসিমউদ্দিন রানা
দৈনিক নয়া দিগন্তের স্পোর্টস রিপোর্টার জসিম উদ্দিন রানা স্ত্রীকে হারিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রানার স্ত্রী হাসিনা আক্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন। মাত্র ৪০ বছর বয়সে স্বামী-তিন সন্তান রেখে পৃথিবী ছেড়ে গেলেন তিনি।
এক মেয়ে আর দুই ছেলে নিয়ে সুখেই দিন কাটছিল রানার। কিন্তু একদিন আগে হঠাৎ করেই তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নিতেই শোনেন চরম দুঃসংবাদ! ফুসফুস পুরোটাই আক্রান্ত। এরপর দ্রুত আইসিউতে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সকাল থেকেই ছিলেন লাইফ সাপোর্টে। সেখান থেকে হাসিনা আক্তারকে ফেরানো যায়নি।
বিজ্ঞাপন
রানার সহকর্মী নয়া দিগন্তের ক্রীড়া সাংবাদিক রফিকুল হায়দার ফরহাদ জানান, ফুসফুসে অনেক আগে থেকেই সমস্যা ছিল হাসিনা আক্তারের। কিন্তু সেটা ঠিক বুঝে উঠতে পারেন নি। যখন ডাক্তারের কাছে গেলেন, তখন আর করার কিছু ছিল না। ডাক্তারের ভাষ্যমতে একবছর আগে থেকেই ফুসফুসে সংক্রমণ হয় তার।
জসিম উদ্দিন রানার স্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি সহ একাধিক সাংবাদিক সংস্থা শোক প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এজেড/এটি