ওয়ালটন- ডিআরইউ ইনডোর গেমসে আজ (সোমবার) ছিল কলব্রিজ খেলা। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রেডিও টুডের মোশকায়েত মাশরেক এবং রানারআপ হয়েছেন ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ও ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক এই বাংলার মতলু মল্লিক।

সকাল সাড়ে এগারোটায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে কলব্রিজ ইভেন্ট শুরু হয়। বিশজন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কলব্রিজ ইভেন্টের উদ্বোধন করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। সংগঠনের ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় এ সময় নির্বাহী ও ক্রীড়া উপ-কমিটির অনেকে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম।

আগামীকাল (মঙ্গলবার) ইনডোর গেমসের বিরতি। ২৫ আগস্ট সকাল ১১টায় ডিআরইউ প্রাঙ্গনে শুরু হবে অকশন ব্রিজ।  অংশগ্রহণকারী খেলোয়াড়দের সকাল পৌনে এগারোটায় ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার কাছে রিপোর্ট করতে হবে।

এজেড/এটি