আতঙ্কিত আফগান ফুটবলারদের দেশ ছাড়তে সহায়তা করবে ফিফা
তালেবানের ক্ষমতা দখলের ঘটনায় আতঙ্কে দেশটির অনেকেই। বিশেষ করে ক্রীড়াঙ্গনের মানুষ বুঝে উঠতে পারছেন না কী করবেন! আফগানিস্তানে এক যুব ফুটবলারের বিমান থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এমন দুর্ঘটনার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও শোক প্রকাশ করেছে।
এবার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে নারী-পুরুষ ফুটবলারদের সরিয়ে নিতে কাজ শুরু করতে যাচ্ছে ফিফা ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। যেসব খেলোয়াড় ঝুঁকির মধ্যে রয়েছেন, তাদের সরিয়ে নিতে তালেবানদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা এএফপিকে বলেছেন, যেসব আফগান নারী ও পুরুষ ফুটবলার দেশ ছেড়ে যেতে চান, তাদের সহায়তা করা হবে। তিনি জানান, ‘যে সকল আফগান ফুটবলার দেশ ছাড়তে চান তাদের সহয়তা করবে ফিফা ও ফিফাপ্রো। এই পরিস্থিতিতে আমরা ফিফপ্রোর সঙ্গে কাজ করছি। এভাবে সহযোগিতার কাজ অতীতেও করেছি, এখনও করতে চাই আমরা।’
গত সপ্তাহে তালেবানের ক্ষমতা দখলের পর আতঙ্কিত মানুষ দ্রুত দেশ ত্যাগের চেষ্টা করলে দেশটির বিমানবন্দরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে অনেককে উড়োজাহাজে চড়ে দেশ ত্যাগের চেষ্টা করতে দেখা যায়। একই কাজ করতে গিয়ে প্রাণ হারান ১৯ বছর বয়সী আফগান ফুটবলার জাকি আনওয়ারি। বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করে নীচে পড়ে মারা যান আফগান যুব দলের ফুটবলার আনওয়ার।
বিজ্ঞাপন
এআইএ/এটি/টিআইএস