ওয়ালটন- ডিআরইউ ইনডোর গেমসে আজ (বুধবার) ছিল অকশন ব্রিজ খেলা। এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন শওকত আলী খান লিথো (ডেইলি সান) ও সমীর কুমার দে (ইত্তেফাক) জুটি। 

বুধবার ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রানার আপ হয়েছেন মোশকায়েত মাশরেক (রেডিও টুডে) ও সাঈদ শিপন (জাগো নিউজ) জুটি। এই ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন তারেক সালমান (সান নিউজ) ও কামাল হোসেন তালুকদার (বিডিনিউজ২৪.কম) জুটি।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার পরিচালনায় প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী এবং ক্রীড়া উপ-কমিটির অনেকে। আগামীকাল ইনডোর গেমসের বিরতি। শুক্রবার ২৭ আগস্ট ক্যারম (একক) সকাল ১১টায় শুরু হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথাসময়ে উপস্থিত থাকতে হবে।

এজেড/এমএইচ