২১টি পুরুষ ও ৬টি নারী দল নিয়ে শুরু হয়েছে ফেডারেশন কাপ টেবিল টেনিস। ২১টি পুরুষ ও ৬টি নারী দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। একক ও দলগত ইভেন্টে খেলবেন মানস চৌধুরী ও সোনম সুলতানা সোমারা। গত ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল শেখ রাসেল ক্রীড়া চক্র এবার খেলছে না। চ্যাম্পিয়ন শেখ রাসেল ছাড়াই শুরু হয়েছে ফেডারেশন কাপ র‌্যাঙ্কিং টেবিল টেনিস।
 
এবার ফেডারেশন কাপে শিরোপার জন্য লড়াই হবে মূলত বাংলাদেশ পুলিশ এবং ওয়ারীর মধ্যে। অনেক দিন পর ওয়ারী টেবিল টেনিসে শিরোপা প্রত্যাশী দল গড়েছে। ফুটবল, ক্রিকেট, হকির পাশাপাশি টেবিল টেনিসেও আবাহনী ভালো দল গড়ে। এবার ফেডারেশন কাপে অবশ্য আবাহনী টিটি দল সেভাবে গড়তে পারেনি।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি নবনির্বাচিত হয়েছে।  এই কারণে সকল ডিসিপ্লিনেই ভালো দল গড়ার পরিকল্পনা ছিল। ঘরোয়া টিটিতে শেখ রাসেলের আধিপত্য ছিল। ফেডারেশন কাপ টিটিতে অংশগ্রহণ না করা প্রসঙ্গে শেখ রাসেলের পরিচালক ক্রীড়া সালেহ জামান সেলিম বলেন, ‘ঘরোয়া খেলাধুলায় মূল হচ্ছে লিগ। লিগের আগে ফুটবলে ফেডারেশন কাপ হয় প্রস্তুতিমূলক। টেবিল টেনিসেও তেমন। টেবিল টেনিস লিগের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। অন্য দিকে খেলোয়াড়রা লিগসহ চুক্তি করতে বলছে। সব কিছু মিলিয়ে আমরা ফেডকাপে অংশ নেইনি।’ 

শেখ রাসেল থেকে পুলিশের হয়ে খেলা দেশের অন্যতম সেরা টিটি খেলোয়াড় মানস চৌধুরী বলেন, ‘আমাদেরকে যারা সুবিধা দেবে বেশি, আমরা সেখানেই খেলব। তাছাড়া আমি জাতীয় দলে আনসারের হয়ে খেলে থাকি। ফেডারেশন কাপে এই দলটি নেই বিধায় আমি পুলিশের হয়ে খেলছি। আর শেখ রাসেলতো এবার দলই গড়েনি।’ 

বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আনসারের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ফরিদ হাসান। এ সময় হামিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু, জার্মানিয়া কর্পোরেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. জাবেদ সিদ্দিকী, আনসারের পরিচালক (ক্রীড়া) সিরাজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (ক্রীড়া) রায়হান উদ্দিন ফকির, ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর ও সাধারন সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

এজেড/এমএইচ