ট্রিপল এইচ অনেকের কাছেই বাবার মতো
ট্রিপল এইচের হার্ট অ্যাটাকের পর থেকেই জনপ্রিয় অনেক রেসলার স্মৃতিচারণে মেতেছেন তাকে নিয়ে। এবার সাবেক ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ড্রিউ ম্যাকিন্টায়ার জানালেন, ট্রিপল এইচের কারণেই ২০১৭ সালে ফিরে এসেছিলেন তিনি।
রেসলিং বিশ্বে বেশ সম্মানিত ট্রিপল এইচ খ্যাত পল মাইকেল লেভেস্কিউ। সমসাময়িক ও সাবেক অধিকাংশ রেসলারই ফেলতে পারেন না তার কথা। তেমনটাই হয়েছে ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে। আইটিআর রেসলিংকে দেয়া এক সাক্ষাৎকারে স্কটিশ এই রেসলার জানান, তিনি জাপান চলে যেতে চেয়েছিলেন কিন্তু ট্রিপল এইচের সাথে কথা বলে মত বদলে ডব্লিউডব্লিউইতে ফিরে আসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সত্যি বলতে ট্রিপল এইচের জন্যই আমি ফিরে এসেছি। উইলিয়াম রিগাল তাকে ফোন দিয়ে আমাকে ধরিয়ে দেয়। আমরা ৪০ মিনিটের মতো কথা বলেছিলাম। আমি জাপানের দিকেই ঝুঁকছিলাম। কিন্তু তার সাথে কথা বলার পর আমার ফিরে আসার ইচ্ছে জাগে।’
ট্রিপল এইচকে অনেক সম্মান করেন উল্লেখ করে ম্যাকলেন্টায়ার আরো বলেন, ‘আমি সত্যিই তাকে অনেক সম্মান করি এবং এখন তা বন্ধুত্বে পরিণত হয়েছে। শুধু বন্ধু না, অনেকের কাছেই তিনি বাবার মতো।’
বিজ্ঞাপন
৫২ বছর বয়সী ট্রিপল এইচ নিজের দীর্ঘ রেসলিং ক্যারিয়ারে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা। রেসলিংয়ের মঞ্চে প্রচণ্ড বদমেজাজি পল বাস্তব জীবনে পুরোপুরি বিপরীত। বিকলাঙ্গ শিশুদের জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করে থাকেন তিনি।
এআইএ/টিআইএস