ল্যাশলির মুখের খাবার কেড়ে নিলেন বিগ ই
ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ বিগই'র
সমর্থনের পাল্লাটা ভারি ছিল ববি ল্যাশলিরই। রেন্ডি অরটনকে হারিয়ে তুলে নিয়েছিলেন চ্যাম্পিয়ন বেল্টও। কিন্তু তখনই ল্যাশলির আকাশে কালো মেঘ হয়ে দেখা দেন ‘বিগ ই’ খ্যাত ইট্টোরে ইওয়েন। ল্যাশলিকে হারিয়ে ছিনিয়ে নেন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ।
অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) কাছে জনপ্রিয়তার পতন ঠেকাতে একের পর এক চমক আনছে ডব্লিউডব্লিউই কতৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এ সপ্তাহের ‘র’ তে ইট্টোরে ইওয়েনকে ফিরিয়ে আনে তারা। বহুল জনপ্রিয় ‘বিগ ই’ ভক্তদের আকৃষ্ট করতেই এমন কৌশল এঁটেছে ডব্লিউডব্লিউই।
বিজ্ঞাপন
এদিকে অনেকেই আশংকা করছেন এমন অপমানের প্রতিশোধ নিতে নিজের পুরনো সতীর্থদের ফিরিয়ে আনতে পারেন ল্যাশলি। ঠিকই ধরেছেন পুনরায় একত্রিত হতে পারে ‘দ্য হার্ট বিজনেস’। ডব্লিউডব্লিউই দলগত রেসলিংয়ে ১১ বারের চ্যাম্পিয়ন তারা। শেল্টন বেঞ্জামিন ও সেড্রিক আলেক্সান্ডারকে সাথে নিয়ে যেকোন সময় বিগ ইর উপর ঝাপিয়ে পড়তে পারেন ল্যাশলি।
১১ বারের চ্যাম্পিয়ন ল্যাশলির আজকের অবস্থানের পিছনে যথেষ্ট অবদান রয়েছে বেঞ্জামিন ও আলেক্সান্ডারের। ল্যাশলির পতনের পর হয়ত রাগে ফুঁসছেন তারাও। ডব্লিউডব্লিউইর ইতিহাসের অন্যতম সফল দল ‘দ্য হার্ট বিজনেস’ পুনরায় একত্রিত হলে তাদের প্রয়োজন হতে পারে কিছু নতুন সদস্যেরও। সেক্ষেত্রে ল্যাশলির প্রথম পছন্দ ৩৬ বছর বয়সী বিশালদেহী কিথ লি।
বিজ্ঞাপন
এআইএ/এনইউ