জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবার প্রথম রাউন্ডে চমক দেখিয়েছেন খেলায় বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ। তিনি ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তকে পরাজিত করেন। ফিদে মাস্টার নাসির সাদা ঘুঁটি নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার দীপের বিরুদ্ধে ইংলিশ ওপেনিংয়ে খেলা শুরু করেন পরবর্তীতে এন্টি ক্যাটালান ডিফেন্স ধরার খেলায় ৯০ চালের মাথায় জয়ী হন। 

ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাখাতকো অনত চৌধুরীকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, ভারতের আন্তর্জাতিক মাস্টার  সংকলপ গুপ্তা শফিক আহমেদকে ভারতের আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ শেখ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে,ভারতের আন্তর্জাতিক মাস্টার কুস্তভ চ্যাটার্জীী ক্যান্ডিডেট মাস্টার নাইম হককে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমনা স্বর্নাভো চৌধুরীকে ও ভারতের আন্তর্জাতিক মাস্টার  নীলাশ সাহা ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে হারান।

ভারতের আন্তর্জাতিক মাস্টার সামেদ জয়কুমার শেঠী ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টার আসেল আবদেলজাফর জাবেদ আল আজাদকে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব দেলোয়াড় হোসেনকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুমকে, চেক রিপাবলিকের  গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলেনিস্কি ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পল শওকত হোসেন পল্লবকে, সুভায়ন কুন্ডু মোঃ শরীয়ত উল্লাহকে ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। 

মুর্তোজা মাহাথির ইসলামকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, ভারতের সংকেত চক্রবর্তী ফিদে মাস্টার মোঃ সায়েফ উদ্দীন লাভলুকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল কাজী জারিন তাসনিমকে, শ্রীলংকার ফিদে মাস্টার পিওমানথা সাসিথ নিপুন মারযুক চৌধুরীকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাকলাইন মোস্তফা সাজিদকে, ভারতের সৌরথ বিশ্বাস মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে, ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী মোহাম্মদ সাজিদুল হককে, ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মূখার্জী ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন।
 
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল রাত সাড়ে সাত টায় হোটেল লা মেরিডিয়ানে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ডঃ বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

এজেড/এমএইচ