ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে নিজেকে যেন অন্যভাবে চেনাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিন ম্যাচ খেলে ইতোমধ্যে করে ফেলেছেন চার গোল। গোল পেয়েছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষেও। তাতে পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়েছেন ওলে গানার শোলশার শিষ্যরা। 

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লন্ডন স্টেডিয়ামে রোববার ম্যান ইউ জিতেছে ২-১ ব্যবধানে। রোনালদোর গোলে সমতা টানার পর দ্বিতীয় গোলটি করেন জেসে লিনগার্ড। একদম শেষ মুহূর্তে পেনাল্টি ঠেকিয়ে জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক ডেভিড ডি গিয়াও। 

ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হ্যামই। ডি-বক্সের বাইরে থেকে সাইদ বেনরাহমার শট সহজেই ঠেকাতে পারতেন ডি গিয়া। কিন্তু রাফায়েল ভারানের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ইউনাইটেড গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া তেমন কিছু করার ছিল না। 

বেশিক্ষণ অবশ্য এই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। মিনিট পাঁচেক পরই ম্যাচে সমতা টানেন রোনালদো। স্বদেশি ব্রুনো ফার্নান্দেজের ক্রসে পর্তুগিজ ফরোয়ার্ডের দারুণ ফ্লিক ওয়েস্ট হ্যাম গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি প্রথম দফায় ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। বল ফেরত পেয়ে জালে জড়াতে ভুল করেননি রোনালদো। 

বিরতির আগে আরেকটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৭৫ তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে রোনালদো পড়ে গেলে জোরালো আবেদন করেও পেনাল্টি পায়নি ম্যান ইউ। 

ম্যাচের অতিরিক্ত সময়ে ডি-বক্সে লুক শর হতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। স্পট-কিক নিতে বদলি হিসেবে মার্ক নোবেলকে মাঠে নামান দলটির কোচ। তবে তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে ঠেকান ডি হিয়া। জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। 

এমএইচ