সময়ের পালাক্রমে নিজেকে ডব্লিউডব্লিউইর অন্যতম বড় তারকায় পরিণত করেছেন ব্রক লেসনার। যদিও বিশ্বের বৃহত্তম রেসলিং মঞ্চে নিজেকে খুঁজে পেতে বেশ কিছুদিন সংগ্রাম করতে হয়েছে এই সাবেক আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ(ইউএফসি) রেসলারকে। তবে ৮ বারের বিশ্বচ্যাম্পিয়ন লেসনারকে নিয়ে হটাৎই বাঁকা মন্তব্য করে বসলেন ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত রেসলার জেরাল্ড ব্রিসকো।

ব্রিসকো মনে করেন লেসনার ও কুর্ট অ্যাংগেলের চেয়ে ব্যক্তিত্বের দিক দিয়ে বেশ এগিয়ে আছেন সদ্যই চুক্তি করা ২১ বছরের তরুণ রেসলার গেবল স্টিভসন। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা প্রয়োজন সবই রয়েছে অলম্পিক গোল্ড মেডেলিস্ট গেবলের, এমনটিও মনে করেন তিনি। তরুণ এই রেসলার ডব্লিউডব্লিউ থেকে বেশ বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

গেবল সম্পর্কে ব্রিসকো বলেন, ‘তার বয়স অনেক কম। সে মজা করতে পছন্দ করে। তবে তার যোগ্যতা ও প্রতিভা রয়েছে। নিশ্চিতভাবেই ব্যক্তিত্বে এই (লেসনার ও কুর্ট) দুইজনের চেয়ে সে অনেক এগিয়ে আছে। অনুশীলনের সময় সে খুবই মনোযোগী থাকে।’   

১৯৬৯ সালে পেশাদার রেসলিংয়ে নাম লেখান ব্রিসকো। মঞ্চ থেকে অবসর গ্রহণ করেন ১৯৮৫ সালে। রেসলিংয়ে অবদানের জন্য ২০০৮ সালে তিনি ডব্লিউডব্লিউইর সর্বোচ্চ সম্মাননা ‘হল অফ ফেম’ লাভ করেন তিনি। 

এআইএ/এটি