কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বড় হার দিয়েই আইপিএলের দ্বিতীয় অংশ শুরু করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার ৬০ বল হাতে থাকতেই ৯ উইকেটে হেরেছে তারা। এই ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। এমন ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তার দল, এতে অবশ্য ভালো দেখছেন কোহলি। 

তিনি বলেন, ‘আমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী পেশাদার মানসিকতা নিয়ে খেলতে হবে। পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা আশাবাদী। হয়তো মানিয়ে নিতে একটা ম্যাচ লাগলো। আশা করি মানিয়ে নিতে দুটি ম্যাচ লাগবে না।’

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী ধসিয়ে দিয়েছেন বেঙ্গালুরুর ইনিংস। ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের সেরা বরুণের কাছেই আত্মসমর্পণ করেছেন কোহলিরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে কোহলির দলেই খেলবেন বরুণ।

এ নিয়ে উচ্ছ্বসিত কোহলি বলেন, ‘বরুণ দারুণ বল করেছে। ভারতের হয়ে যখন ও খেলবে, বিরাট ভূমিকা রাখবে। খুব শিগগিরই ও দেশের হয়ে খেলবে। এটা খুব ভালো লক্ষণ।’

এই ম্যাচে কোথায় ভুল হয়েছে, সেটিও বুঝতে পেরেছেন কোহলি। তিনি বলেন, ‘একটা অন্তত বড় রানের জুটি হওয়া দরকার ছিল। আসলে শুরুতে অতটা শিশির হবে, আশা করিনি। ১ উইকেটে ৪২ রান থেকে আমরা ২০-২৫ রানে ৫ উইকেট হারালাম। এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

এমএইচ/এটি