জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ড শেষে দুই ভারতীয় দাবাড়ু সংকল্প গুপ্ত ও মিত্রভা গুহ ৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে ভারতের তিন আন্তর্জাতিক মাস্টার সায়ন্ত দাস, মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও অরন্যক ঘোষ মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। 

চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মিলিতভাবে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ইরানের গ্র্যান্ড মাস্টার গায়েম এহসান মাগামী, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিতস, বেলজিয়ামের ভাদিম মালাকাতকো, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার যুবারেভ, ভারতের গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্তা এবং ভারতের চার আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পল নীলেশ সাহা, কোস্তভ চ্যাটার্জী, সামিদ জয়কুমার শেঠী এবং সুভায়ন কুণ্ডু। 

ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার সংকল্প আন্তর্জাতিক মাস্টার মিত্রভাকে, আন্তর্জাতিক মাস্টার অরন্যক ফিদে মাস্টার মোহাম্মদ তৈয়বুর রহমানকে, আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলিনিস্কিকে, গ্র্যান্ড মাস্টার গায়েম আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে, আন্তর্জাতিক মাস্টার নীলেশ শফিক আহমেদ সুভায়ন সৌরথ বিশ্বাসকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহানকে পরাজিত করেন। 

ফিদে মাস্টার নাসির গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে, ফিদে দেবরাজ চ্যাটার্জী গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপৌর মাউসদের সাথে, শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার লিয়াঙ্গে রানিনদু দিলশান কিরগিজিস্থানের আসিল আবদিজবারের সাথে, ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার অর্পিতা মূখার্জী পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীর সাথে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের সাথে, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের সাথে, স্বর্নাভো চৌধুরী মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজার সাথে, কাজী জারিন তাসনিম ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে ও জাবেদ আল আজাদ মোহাম্মদ শামীমের সাথে ড্র করেন। 

আগামীকাল (শনিবার) বিকেলে সপ্তম রাউন্ডের খেলা।

এজেড