আগামীকাল গ্র্যান্ড মাস্টারস দাবার শিরোপা নিষ্পত্তি
জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় অষ্টম রাউন্ড শেষে ভারতের দুই আন্তর্জাতিক সংকল্প গুপ্ত ও মাস্টার মিত্রভা গুহ সাড়ে ছয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। আগামীকাল শেষ রাউন্ডের খেলা। আগামীকাল নিষ্পত্তি হবে কে হচ্ছেন চ্যাম্পিয়ন।
ছয় পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপোর মাউসদ, ভারতের চার আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ, সায়ন্তন দাস, শ্রীজিৎ পল, নীলেশ সাহা এবং রেটিং প্রাপ্ত সংকেত চক্রবর্তী।
বিজ্ঞাপন
অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্পার অরন্যক শুভায়ুনকে, সংকেত ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিতসকে, আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন ইরানের গ্র্যান্ড মাস্টার গায়েম এসান মাঘামীকে, গ্র্যান্ড মাস্টার মাসউদ ভারতের আন্তর্জাতিক মাস্টার সামেদ জয়কুমার শেঠীকে, গ্র্যান্ড মাস্টার মালাখাতকো আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, গ্র্যান্ড মাস্টার রাজীব ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মাস্টার সংকল্প আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহের সাথে, গ্র্যান্ড মাস্টার জিয়া আন্তর্জাতিক মাস্টার শ্রীজিতের সাথে, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার যুবারেভের সাথে, ভরতের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মূখার্জী আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনের সাথে, জাবেদ আল আজাদ অনত চৌধুরীর সাথে এবং শফিক আহমেদ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীর সাথে ড্র করেন।
এজেড/এনইউ
বিজ্ঞাপন